চলতি বছরে 4 বার গাড়ির দাম বাড়াল এই সংস্থা, বুক করে থাকলে নতুন মূল্য জেনে নিন

জাপানি গাড়ি সংস্থা টয়োটা কির্লোস্কার মোটর (Toyota Kirloskar Motor)-এর মডেলগুলি এমনিতেই উচ্চমূল্যের জন্য সুখ্যাত। তার...
SUMAN 6 July 2023 10:05 PM IST

জাপানি গাড়ি সংস্থা টয়োটা কির্লোস্কার মোটর (Toyota Kirloskar Motor)-এর মডেলগুলি এমনিতেই উচ্চমূল্যের জন্য সুখ্যাত। তার ওপর গাড়ির মূল্য বৃদ্ধির খবর শোনালো সংস্থা। গত ৫ জুলাই থেকে যা কার্যকর হয়েছে। জ্বালানির খরচ সামাল দিতে এমনিতেই নাজেহাল দেশবাসী। তার ওপর এই মূল্যবৃদ্ধির কোপ যে ক্রেতাদের কাঁধে বাড়তি খরচের বোঝা চাপাতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দাম বৃদ্ধির জন্য টয়োটা ইনপুট খরচ বেড়ে যাওয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যে কারণে তারা খরচ বৃদ্ধির ভার ক্রেতাদের সাথেও ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Toyota গাড়ির দাম বৃদ্ধির কথা ঘোষণা করল

টয়োটার ঝুলিতে একাধিক গাড়ি রয়েছে। যেমন – Glanza, UC Hyryder, Innova Hycross, Fortuner, Legender, Vellfire ও Land Cruiser LC300। যদিও মডেল পিছু বর্ধিত মূল্যের পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি সংস্থা। তবে বিভিন্ন মডেল এবং ভ্যারিয়েন্ট পিছু তা সামান্যই বলেই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, এই নিয়ে চলতি বছরে চার বার দাম বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি।

বিবৃতি প্রকাশ করে জাপানি সংস্থাটি জানিয়েছে, “টয়োটা কির্লোস্কার মোটর আজ ঘোষণা করেছে যে, কোম্পানি নিজেদের গাড়ির দাম ৫ই জুলাই থেকে নতুনভাবে মূল্যায়িত করছে। কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার জন্য এটি প্রয়োজনীয়। ক্রেতা-কেন্দ্রিক কোম্পানি হিসেবে আমরা বাজারের চাহিদা বুঝে গাড়ি আনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। তাই খরচ বৃদ্ধির সামান্য অংশ ক্রেতাদের সাথেও ভাগ করে নেওয়া হল।”

ভারতে টয়োটার ওয়েবসাইটে Innova Hycross-এর দাম ২৭,০০০ টাকা বাড়ানোর ফলে এখন এটির বেস মডেলের মূল্য হয়েছে ১৮.৮২ লক্ষ টাকা। যেখানে Toyota Urban Cruiser-এর দাম পড়বে ১০.৮৬ লক্ষ টাকা। অন্যদিকে Fortuner-এর দর শুরু হচ্ছে ৩২.৯৯ লক্ষ টাকা থেকে। এগুলি প্রতিটি এক্স-শোরুম মূল্য অনুযায়ী। চলতি অর্থবর্ষে এটি টোয়েটার দ্বিতীয় বারের দাম বৃদ্ধির ঘোষণা। মে’তে গাড়ির মূল্য ৬০,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল টয়োটা।

Show Full Article
Next Story