মারুতি, টাটার পর এবার গাড়ির দাম বাড়াল Toyota, কত টাকা বাড়ছে জেনে নিন এখানে

পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের শুরু থেকেই সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বাড়ালো টয়োটা (Toyota)। নূন্যতম ০.৫ থেকে ২.৫ শতাংশ...
SUMAN 9 Jan 2024 11:25 AM IST

পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের শুরু থেকেই সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বাড়ালো টয়োটা (Toyota)। নূন্যতম ০.৫ থেকে ২.৫ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে । গাড়ি উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সামগ্রিক খরচ বৃদ্ধি এবং অন্যান্য মুদ্রাস্ফীতি জনিত কারণের জন্যই গত বছরের শেষের দিকেই গাড়ির দাম বাড়ানোর পূর্বাভাস দিয়েছিল টয়োটা। ২০২৪ এর ১লা জানুয়ারি থেকেই বিক্রি হওয়া গাড়িগুলোর উপর এই অতিরিক্ত মূল্য বলবৎ হবে।

সংস্থার দাবি, নতুন বছর থেকে তারা যে পরিমাণ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তা গ্রাহকদের উপর নিতান্তই সামান্য প্রভাব ফেলবে। গাড়ি উৎপাদনশিল্পে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও বিশ্ব বাজারের অর্থনীতির প্রভাবে খানিকটা বাধ্য হয়েই যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর কথা স্থির করে জাপানের এই গাড়ি নির্মাতা। বিগত কয়েক বছর ধরে জাপানের আরো এক জনপ্রিয় সংস্থা Maruti Suzuki-এর সাথে হাত মিলিয়ে একাধিক নতুন গাড়ি এদেশে লঞ্চ করেছে টয়োটা। তাই সব দিক থেকে বিচার করে অতি সামান্য পরিমাণ মূল্য বৃদ্ধির পথেই পা বাড়িয়েছে এই সংস্থা।

যদিও নতুন বছরে গাড়ির দাম বৃদ্ধির ব্যাপারে টয়োটা একমাত্র সংস্থা নয়। ভারতে ব্যবসা করা নামিদামি বিভিন্ন সংস্থা এই একই পথের পথিক। এর মধ্যে রয়েছে- Maruti Suzuki, Hyundai, Tata Motors, Honda, Mahindra & Mahindra, BMW, Skoda এবং VW। সব ক্ষেত্রেই বেশ জুড়ে চলা অর্থনৈতিক মুদ্রাস্ফীতি এবং উৎপাদন খরচ বৃদ্ধি ও কাঁচামালের অতিরিক্ত দাম বৃদ্ধির কারণকেই কাঠগড়ায় তোলা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের প্রথম পাঁচটি গাড়ি নির্মাণকারী সংস্থার মধ্যে একটি হিসেবে উঠে এসেছে টয়োটা। তাদের পোর্টফোলিওতে থাকা মডেলগুলি হলো- Glanza, Rumion, Urban Cruiser Hyryder, Innova Crysta, Innova Hycross, Hilux, Fortuner, Legender, Camry এবং Vellfire।

Show Full Article
Next Story