Maruti Ertiga ভোলবদলে Toyota Rumion নামে দেশে হাজির, বিশ্বাস হচ্ছে না? ছবি দেখুন

টয়োটা (Toyota) ও মারুতি সুজুকি (Maruti Suzuki)-র জুটি দীর্ঘদিনের। সংস্থা দুটি একে অপরের বিভিন্ন গাড়ি রিব্যাজ ভার্সনে...
SUMAN 10 Aug 2023 5:48 PM IST

টয়োটা (Toyota) ও মারুতি সুজুকি (Maruti Suzuki)-র জুটি দীর্ঘদিনের। সংস্থা দুটি একে অপরের বিভিন্ন গাড়ি রিব্যাজ ভার্সনে বাজারে এনে নিজেদের ব্র্যান্ড নামে বিক্রি করে। উদাহরণস্বরূপ বলা যায় Toyota Innova-র রিব্যাজ মডেল সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে Maruti Invicto। আবার Toyota Urban Cruiser Hyryder ও Maruti Grand Vitara একে অপরের যমজ মডেল। তেমনই বাজারে প্রশংসা প্রাপ্ত মারুতির এমপিভি গাড়ি Ertiga-র কপি মডেল আনছে টয়োটা। জাপানি সংস্থা এটি Rumion নামে বিক্রি করবে। মডেলটি এদেশে উন্মোচিত হয়েছে। যদিও বিশ্ববাজারে অনেক আগে থেকেই Rumion বিক্রি করে টয়োটা।

Toyota Rumion বাজারে আসছে

জানা গেছে, টয়োটার লাইনআপে Innova Crysta ও Innova Hycross-এর নিচে স্থান পেতে চলেছে Rumion। কারণ এটি এদেশে সবচেয়ে সস্তার এমপিভি মডেল হিসেবে আসবে। গাড়িটি নির্মাণের দায়িত্ব পালন করবে মারুতি সুজুকি। এরপর সেগুলি টয়োটাকে সরবরাহ করা হবে। Baleno-র রিব্যাজ মডেল Glanza-র ক্ষেত্রে যেমনটি করা হয়। তবে Ertiga-র সাথে ডিজাইনগত দিক থেকে Rumion-এর কিছু ফারাক নজরে পড়বে।

যার মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তর ফ্রন্ট গ্রিল দেওয়া হবে Rumion-এ। এটি Innova MPV-র থেকে নেওয়া। ক্রোম দ্বারা আবৃত গ্রিলে থাকছে হানি কম্ব প্যাটার্ন। আবার তলার অংশে ক্রোম এলিমেন্ট সমেত নতুন ডিজাইনের ফ্রন্ট বাম্পার সমেত আসবে গাড়িটি। এতে থাকছে সাতটি স্পোক সমেত ডায়মন্ড-কাট অ্যালয় হুইল। যা Ertiga-তে নেই।

ইন্টেরিয়ার ফিচার হিসাবে Ertiga-এর মতো Rumion-এও ডুয়েল টোন থিমের উপস্থিতি নজরে পড়বে। স্টিয়ারিংয়ে থাকবে টয়োটার প্রতীক। তিন সারি বিশিষ্ট সাত আসন সংখ্যা সমেত আসবে গাড়িটি। এতে একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন অফার করা হতে পারে। যা Ertiga-তেও রয়েছে। এটি থেকে সর্বোচ্চ ১০৩ এইচপি শক্তি এবং ১৩৭ এনএম টর্ক পাওয়া যায়। আবার ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি।

Toyota Rumion পাঁচ ভ্যারিয়েন্টে বাজারে আসবে – V MT, G MT, S MT, V AT, S AT। আবার মডেলটি সিএনজি ভার্সনেও আনা হবে। ম্যানুয়াল ভার্সনের মাইলেজ ২০.৫১ কিলোমিটার/লিটার দেবে‌ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে অটোমেটিক ভ্যারিয়েন্টটি ছুটবে ২০.১১ কিলোমিটার। লঞ্চের দিনই গাড়িটির দাম ঘোষণা করবে টয়োটা। এদিকে Ertiga-র বর্তমান বাজার মূল্য ৮.৬৪ লক্ষ টাকা থেকে ১৩.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অনুমান করা হচ্ছে, Rumion-এর দাম এর চাইতে সামান্য বেশি রাখতে পারে টয়োটা।

Show Full Article
Next Story