Toyota: ফর্চুনার সহ একঝাঁক গাড়ির দাম বাড়াচ্ছে টয়োটা, কত বেশি খরচ হবে দেখুন

নতুন চার চাকা কেনার প্ল্যান থাকলে এবার কিছুটা বাড়াতে হবে বাজেট। কারণ ভারতে অন্যান্য গাড়ি সংস্থাদের মতো এবার মূল্যবৃদ্ধির...
SUMAN 29 March 2024 5:36 PM IST

নতুন চার চাকা কেনার প্ল্যান থাকলে এবার কিছুটা বাড়াতে হবে বাজেট। কারণ ভারতে অন্যান্য গাড়ি সংস্থাদের মতো এবার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে টয়োটা কির্লোস্কার মোটর (Toyota Kirloskar Motor)। সামনের মাসের প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল থেকে টয়োটা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। তবে মূল্যবৃদ্ধির অঙ্ক খুবই কম। বাছাই করা কয়েকটি মডেলের নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টের দাম মাত্র 1% বাড়ানো হচ্ছে।

1 এপ্রিল থেকে ভারতে গাড়ির দাম বাড়াচ্ছে Toyota

মূল্যবৃদ্ধির জন্য ইনপুট খরচ ও আনুষাঙ্গিক ব্যয় বৃদ্ধিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে টয়োটা। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধির পথে হাঁটতে চলেছে জাপানি কোম্পানিটি। জানুয়ারি, 2024-এই সমস্ত গাড়ির দর বাড়িয়েছিল কোম্পানি। ফের মূল্যস্ফীতির খাড়া টয়োটার গাড়িতে।

অনুমান করা হচ্ছে, মূল্য বৃদ্ধির কোপ পড়তে পারে এমন গাড়ি হচ্ছে – Toyota Fortuner, Hilux, Innova Hycross, Innova Crysta, Urban Cruiser Hyryder ও Glanza। একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে টয়োটা জানিয়েছে, “আজ টয়োটা কির্লোস্কার মোটর মূল্যবৃদ্ধির পরিকল্পনার প্রসঙ্গে ঘোষণা করেছে। 1 এপ্রিল, 2024 থেকে নির্দিষ্ট কয়েকটি গাড়ির দাম বাড়ানো হচ্ছে। ইনপুট খরচ ও চালনার ব্যয় বৃদ্ধির জন্য এই পদক্ষেপ।”

নতুন অর্থবর্ষের শুরুতে টয়োটা ও হুন্ডাইয়ের পাশাপাশি আরও অন্যান্য অটোমোবাইল কোম্পানি মূল্যবৃদ্ধির পথ অনুসরণ করতে পারে বলেই অনুমান। উল্লেখ্য, বর্তমানে টয়োটা Maruti Suzuki Fronx-এর রিব্যাজ মডেল আনার জন্য প্রস্তুতি শুরু করেছে। Urban Cruiser Taisor নামের গাড়িটি আগামী 3 এপ্রিল লঞ্চ করবে সংস্থা। অন্যদিকে Innova Hycross-এর একটি নয়া ভ্যারিয়েন্ট GX(O) আনবে তারা। ব্র্যান্ডের ওয়েবসাইটে ইতিমধ্যেই নাম নথিভুক্ত হয়েছে মডেলটির।

Show Full Article
Next Story