বাজার কাঁপিয়ে আত্মপ্রকাশ করল টয়োটার প্রথম ইলেকট্রিক SUV, লুকস-ফিচার্সে সেরা
Toyota Urban Cruiser EV গাড়িটি Maruti e Vitara এর রিব্যাজ ভার্সন। দুর্দান্ত ডিজাইনের এমন বৈদ্যুতিক গাড়ি আগে ভারতীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।
ব্যাটারি চালিত দুরন্ত SUV প্রকাশ করল Toyota। প্রকাশিত হল কোম্পানির পরবর্তী ইলেকট্রিক গাড়ি Urban Cruiser ইভির প্রথম ঝলক। গাড়িটি Maruti e Vitara এর উপর ভিত্তি করে বানাচ্ছে জাপানি সংস্থাটি। দেশে শীঘ্রই গাড়িটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করার পরিকল্পনা টয়োটার।
Toyota Urban Cruiser EV : কী বিশেষত্ব?
ডিজাইনের ক্ষেত্রে, টয়োটা আরবান ক্রুজার ইভি কনসেপ্ট ডিজাইনের সাথে মারুতির ইভির বেশ মিল রয়েছে। গ্রিল এবং হেডলাইটগুলি বেশ পাতলা। সামনের বাম্পারে রয়েছে কৌণিক রেডিয়েটর। ক্রেতারা ১৮ ইঞ্চি বা ১৯ ইঞ্চি চাকার বিকল্প বেছে নিতে পারেন। পিছনের দরজার হাতলগুলি সি-পিলারে রয়েছে।
কনসেপ্ট সংস্করণের তুলনায় টয়োটা আরবান ক্রুজার ইভি দৈর্ঘ্যে বেশ ছোট। এসইউভিটির দৈর্ঘ্য ৪২৮৫ মিলিমিটার, প্রস্থ ১৮০০ মিলিমিটার এবং উচ্চতা ১৬৪০ মিলিমিটার। গাড়ির হুইলবেস ২৭০০ মিলিমিটার। Toyota EV-এর টার্নিং রেডিয়াস ৫.২ মিটার বলে দাবি করা হয়েছে।
গাড়িতে পাওয়া যাবে দু’রকম ব্যাটারি - ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি। প্রথম ব্যাটারিতে ১৮৯ এনএম টর্ক ও ১৪৪ হর্সপাওয়ার শক্তি পাওয়া যাবে। দ্বিতীয় ব্যাটারিতে ১৮৯ এনএম টর্ক এবং ১৭৪ হর্সপাওয়ার শক্তি রয়েছে। এই গাড়ি AWD সংস্করণের সঙ্গেও পাওয়া যাবে, যা সর্বোচ্চ ১৮৪ হর্সপাওয়ার এবং ৩০০ এনএম টর্ক দাবি করে।
ফিচার্সের ক্ষেত্রে গাড়িতে মিলবে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১০.১ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন। অন্যান্য বৈশিষ্ট্য হল - সিঙ্গেল-জোন অটো ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জিং, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ইলেকট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি। সেফটির জন্য ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) পাওয়া যাবে। ভারতে টয়োটা আর্বান ক্রুজার ইভির দাম হতে পারে ২০ থেকে ৩০ লক্ষ টাকা।
Toyota Urban Cruiser EV গাড়িটি Maruti e Vitara এর রিব্যাজ ভার্সন। দুর্দান্ত ডিজাইনের এমন বৈদ্যুতিক গাড়ি আগে ভারতীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।