কালীপুজোর আগে সুখবর, ক্রেতাদের মন খুশ করতে দারুণ উদ্যোগ Bajaj-Triumph জুটির

দীপাবলির আগের দিন ভারতে নতুন মোটরসাইকেল Scrambler 400X-এর ডেলিভারি শুরু করল ট্রায়াম্ফ (Triumph)। ফলে দুর্গাপুজোতে না...
SUMAN 11 Nov 2023 8:31 PM IST

দীপাবলির আগের দিন ভারতে নতুন মোটরসাইকেল Scrambler 400X-এর ডেলিভারি শুরু করল ট্রায়াম্ফ (Triumph)। ফলে দুর্গাপুজোতে না হলেও কালীপুজোয় নতুন মোটরবাইকে চড়ার সুযোগ পাবেন ক্রেতারা। সর্বপ্রথম মুম্বই থেকে ডেলিভারি আরম্ভ করেছে ট্রায়াম্ফ। দেশের বাকি শহরগুলিতে শীঘ্রই ডেলিভারি শুরু হবে। বাজাজের সঙ্গে জুটি বেঁধে তৈরি Scrambler 400X-এর দাম ২.৬৩ লাখ টাকা রাখা হয়েছে (এক্স-শোরুম)। এটি পূর্বে লঞ্চ হওয়া Speed 400-এর স্ক্র্যাম্বলার ভার্সন। রোডস্টার Speed 400-এর দাম ২.৩৩ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Triumph Scrambler 400X-এর ডেলিভারি শুরু হল

Speed 400-এর তুলনায় অতিরিক্ত খরচের কারণ, Scrambler 400X-এ হ্যান্ডেললাইট গ্রিল, রেগুলার মিরর, নাকেল গার্ড, ব্যাশ প্লেট, ভিন্ন এগজস্ট এবং বড় ফ্রন্ট হুইল পাওয়া যাবে। ডুয়েল পারপাস টায়ার সহ সুইচেবল এবিএস-এর সুবিধাও রয়েছে। সামনের দিকে এগোনো ফুটপেগে আছে রাবার প্যাডিং। হ্যান্ডেলবার বেশ চওড়া ও উঁচু।

আপরাইট সিটিং পজিশন আরামদায়ক টুরিং অফার করবে। মাটি থেকে বাইকটির সিটের উচ্চতা ৮৩৫ মিমি। অর্থাৎ কম উচ্চতার রাইডারদের জন্য সিটে বসে মাটিতে পা পাওয়া কষ্টসাধ্য। Speed 400-র তুলনায় এর সামনে ১০ মিমি ও পেছনে ২০ মিমি ট্রাভেল বেশি রয়েছে। সামনে ও পেছনে রয়েছে ১৫০ মিমি ট্রাভেল।

Scrambler 400X-এর সামনে ৩২০ কিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সাসপেনশন ও ব্রেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে।। পারফরম্যান্সের জন্য Speed 400-র মতো এতেও উপস্থিত একটি ৩৯৮.১৫ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

Show Full Article
Next Story