স্পোর্টস বাইকের ইচ্ছা? ভারতে শীঘ্রই আসছে Triumph Daytona 660, দাম কত হবে দেখুন

ক’দিন আগেই নতুন অবতারে আর্ন্তজাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে Triumph Daytona 660। ভারতীয় বাইকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই একে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। একটি অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী,…

ক’দিন আগেই নতুন অবতারে আর্ন্তজাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে Triumph Daytona 660। ভারতীয় বাইকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই একে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। একটি অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী, আনঅফিশিয়ালি ট্রায়াম্ফের ডিলাররা সুপারস্পোর্টস বাইকটির বুকিং চালু করে দিয়েছেন। অগ্রিম বুক করার জন্য ৫০,০০০ টাকা জমা দিতে হচ্ছে। এটি ভারতে চলতি বছরের প্রথমার্ধেই লঞ্চ হওয়ার সম্ভাবনা এবং তারপর ডেলিভারি চালু করে দেবে ট্রায়াম্ফ।

Triumph Daytona 660: ইঞ্জিন স্পেসিফিকেশন

ব্রিটিশ মোটরসাইকেল নির্মাতা Triumph-এর এই নতুন সুপার স্পোর্টস বাইকটি সংস্থার বিশ্বস্ত ও পরিচিত ৬৬০ সিসির প্লাটফর্মের উপর নির্মিত। যা ব্যবহার করা হয়েছে Trident 660 এবং Tiger Sport 660-তে। নতুন Daytona 660-এর ইনলাইন ট্রিপল সিলিন্ডার ইঞ্জিন সর্বোচ্চ ৯৫ বিএইচপি এবং ৬৯ এনএম টর্ক তৈরি করতে পারলে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স।

Triumph Daytona 660: হার্ডওয়্যার, ফিচার্স

ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০ তিনটি রাইডিং মোড (স্পোর্ট রোড এবং রেন), ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এবিএস, স্মার্টফোন কানেক্টিভিটি সহ টিএফটি ডিসপ্লে এবং এলইডি লাইটিং সহ এসেছে। সাসপেনশনের জন্য সামনে নন অ্যাডজাস্টেবল ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবজর্ভার বর্তমান। এছাড়াও ব্রেকিং সেটআপ হিসাবে সামনের ও পিছনের উভয় দিকেই ডিস্ক ব্রেক বিদ্যমান।

Triumph Daytona 660: সম্ভাব্য মূল্য

ভারতে লঞ্চের পরই ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০ বাইকটির দাম জানা যাবে। তবে বিশেষজ্ঞদের মতে দাম ৯ লক্ষ টাকার আশেপাশে থাকতে পারে (এক্স-শোরুম)।