বুক করার 10 দিনের মধ্যে পাবেন ডেলিভারি, চোখধাঁধানো রূপে হাজির এই জনপ্রিয় বাইক

ক্রেতাদের একঘেয়েমি দূর করতে নতুন চমক নিয়ে এলো ট্রায়াম্ফের (Triumph) ডিলারশিপ। মহারাষ্ট্রের পুণের ডিলাররা Speed 400 ও...
SUMAN 15 March 2024 8:18 PM IST

ক্রেতাদের একঘেয়েমি দূর করতে নতুন চমক নিয়ে এলো ট্রায়াম্ফের (Triumph) ডিলারশিপ। মহারাষ্ট্রের পুণের ডিলাররা Speed 400 ও Scrambler 400X-এ কাস্টম কালার অপশন অফার করছে। মনে রাখতে হবে, এই অফার কেবলমাত্র ডিলারদের তরফে দেওয়া হচ্ছে, ট্রায়াম্ফ ইন্ডিয়ার তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তাই শুধুমাত্র উল্লিখিত অঞ্চলের ক্রেতারাই এই বিশেষ সুবিধা পাবেন।

কাস্টম কালারে বেছে নিন Speed 400 ও Scrambler 400X

পুণের চিঞ্চওয়ারে ট্রায়াম্ফের ডিলাররা Speed 400 ও Scrambler 400X-এ তিনটি কাস্টম কালার অফার করছে। এই নতুন পেইন্ট জবের কাজ ডিলারদের নিজস্ব ওয়ার্কশপে করা হচ্ছে। এজন্য বাইকের দামের উপর ক্রেতাদের অতিরিক্ত ১৫,০০০ টাকা দিতে হচ্ছে। এছাড়া রয়েছে কাস্টম কালার রেজিস্ট্রেশনের জন্য ২,৫০০ টাকার আরটিও চার্জ। স্ট্যান্ডার্ড ট্রিমের চাইতে এর ওয়েটিং পিরিয়ড মাত্র ১০ দিন বেশি।

বর্তমানে Speed 400 ও Scrambler 400X-এর স্টক কালার মডেলের দাম যথাক্রমে ২.৩৩ লক্ষ এবং ২.৬৩ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ট্রায়াম্ফের এই দুটি মোটরসাইকেলই দর্শনের দিক থেকে বেশ চমকপ্রদ। কাস্টম কালার অপশন সেই শোভায় বাড়তি মাত্রা যোগ করবে।

Triumph Speed 400 ও Scrambler 400X-এ উপস্থিত একটি ৩৯৮.১৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। দুই মডেলের মধ্যে মূল পার্থক্য বলতে স্টাইলিং। যদিও এদের ফিচারের তালিকা অনুরূপ। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে রাইড বাই ওয়্যার, সেমি ডিজিটাল কনসোল, টাইপ-সি চার্জিং পোর্ট, সুইচেবল ট্রাকশান কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস। Scrambler 400X-এ রিয়ার এবিএস বন্ধ করে রাখার অপশন থাকলেও Speed 400-তে তা অনুপস্থিত।

Show Full Article
Next Story