কালীপুজোর আগে নতুন বাইক? নিতে পারেন Scrambler 400X, দাম এখানে সবচেয়ে কম
Triumph Scrambler 400X ভারতে গত মাসেই লঞ্চ হয়েছে। Speed 400-এর পর বাজাজ ও ট্রায়াম্ফের যৌথ উদ্যোগে তৈরি দ্বিতীয় বাইক...Triumph Scrambler 400X ভারতে গত মাসেই লঞ্চ হয়েছে। Speed 400-এর পর বাজাজ ও ট্রায়াম্ফের যৌথ উদ্যোগে তৈরি দ্বিতীয় বাইক এটি। দাম 2.63 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Speed 400 রোডস্টারের তুলনায় প্রায় 30,000 টাকা বেশি দামি। বাইকটির ডেলিভারি শুরু করেছে ট্রায়াম্ফ। ফলে দীপাবলির আগে অনেকেই এটি কিনতে মরিয়া। বাইকটি কোন শহরে সবচেয়ে সস্তা জানেন কি? চলুন দেশের দশটি বড় শহরে Triumph Scrambler 400X-এর অন-রোড প্রাইস দেখে নেওয়া যাক।
ভারতের দশটি শহরে Triumph Scrambler 400X-এর আসল দাম
মুম্বাই : 3,23,471 টাকা
বেঙ্গালুরু : 3,45,121 টাকা
দিল্লি : 3,12,951 টাকা
পুণে : 3,23,472 টাকা
নভি মুম্বাই : 3,22,217 টাকা
হায়দ্রাবাদ : 3,23,471 টাকা
আমেদাবাদ : 3,08,750 টাকা
চেন্নাই : 3,12,951 টাকা
কলকাতা : 3,18,425 টাকা
চন্ডিগড় : 3,19,539 টাকা
উপরের তালিকা থেকেই স্পষ্ট Triumph Scrambler 400X-এর দাম আমেদাবাদে সবচেয়ে কম এবং বেঙ্গালুরুতে সর্বাধিক। এটি যদিও ডিলারশিপ ও অন্যান্য চার্জের উপর নির্ভর করে। যার মধ্যে রয়েছে আরটিও চার্জ এবং বীমা।
Triumph Scrambler 400X খুঁটিনাটি
Triumph Speed 400 ও Triumph Scrambler 400X-এর মধ্যে মূলত পার্থক্য বলতে এদের স্টাইলিং এবং যন্ত্রাংশে। স্ক্র্যাম্বলার মডেলটিতে রয়েছে 19-17 ইঞ্চি হুইল কম্বিনেশন ও দীর্ঘতর ট্রাভেল সাসপেনশন সেটআপ। দুটি মডেলেই 398 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে বর্তমান। যা থেকে 8,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 40 বিএইচপি এবং 6,500 আরপিএম গতিতে 37.5 এনএম টর্ক উৎপন্ন হবে। গতির সাথে সামঞ্জস্য রাখতে দেওয়া হয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
Triumph Scrambler 400X-এ উপস্থিত 150 মিমি ট্রাভেল সহ 43 মিমি বিগ-পিস্টন ফ্রন্ট ফর্ক এবং একই ট্রাভেল সহ একটি মোনোশক ইউনিট। সামনে ও পেছনে যথাক্রমে 100/80 ও 150/80 সেকশন টায়ার। বিশেষ ফিচার্স হিসাবে রয়েছে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, রাইড-বাই ওয়্যার থ্রটেল, ট্রাকশন কন্ট্রোল, ইউএসবি সি চার্জিং সকেট। বাইকটি খাকি গ্রীন, কার্নিভাল রেড ও ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।