কম দামে কেনার সুযোগ খতম, দাম বাড়ল Triumph-এর সবচেয়ে সস্তা মোটরবাইকের

ভাল চাহিদা দেখে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে 10,000 ইউনিট করে Triumph Speed 400 এবং Scrambler 400X l উৎপাদনের লক্ষ্যে ছুটছে বাজাজ অটো (Bajaj Auto)।…

ভাল চাহিদা দেখে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে 10,000 ইউনিট করে Triumph Speed 400 এবং Scrambler 400X l উৎপাদনের লক্ষ্যে ছুটছে বাজাজ অটো (Bajaj Auto)। সংস্থার এক কর্তা খুব সম্প্রতি এই বিষযে জানিয়েছেন। তবে হঠাৎই বাজাজ ও ট্রায়াম্ফের যৌথ উদ্যোগে লঞ্চ করা এই মোটরসাইকেল দু’টির দাম বাড়ানোর খবর সামনে এল। চলুন দেখে নিই, Speed 400 ও Scrambler 400 কিনতে এখন থেকে কতটা খরচ হবে।

Triumph Speed 400 ও Scrambler 400X প্রায় 1,500 টাকা দামী হল

Triumph Speed 400 ও Triumph Scrambler 400X কিনতে এখন আগের তুলনায় প্রায় 1,500 টাকা বেশি খরচ পড়বে। মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে মডেল দুটির দাম হয়েছে যথাক্রমে 2,34,497 টাকা ও 2,64,496 টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, লঞ্চের পর এই প্রথম বাইক দুটির দাম বাড়ানো হল। লঞ্চের পর নির্দিষ্ট সময়ের জন্য Speed 400-এর ইন্ট্রোডাক্টরি প্রাইস ছিল 2.23 লাখ টাকা।

প্রসঙ্গত, Speed 400 ও Scrambler 400X উভয় বাইক একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রথমটি মডার্ন ক্লাসিক রোডস্টার বাইক। যেখানে দ্বিতীয়টি হচ্ছে একটি স্ক্র্যাম্বলার মডেল। উভয় বাইকে থাকা 398.15 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ 39.5 বিএইচপি শক্তি এবং 37.5 এনএম টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে 6-স্পিড ট্রান্সমিশন, স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ।

Speed 400 ও Scrambler 400X-এর মধ্যে প্রধান পার্থক্য বলতে গেলে এদের সাইকেল পার্টস। প্রথমটি 17 ইঞ্চি অ্যালয় হুইল ও রোড ফোকাস টায়ারে ছোটে। যেখানে দ্বিতীয়টিতে উপস্থিত 19 ইঞ্চি অ্যালয় হুইল সহ ব্লক প্যাটার্ন টায়ার। স্ক্র্যাম্বলার মডেলে আছে বৃহত্তর 320 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক যেখানে Speed 400-তে উপস্থিত 300 মিমি ইউনিট। উভয় বাইকেই রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং স্ক্র্যাম্বলারে সেটি নিষ্ক্রিয় করে রাখা যায়। উল্লেখযোগ্য ফির্চাসের মধ্যে ফুল এলইডি লাইটিং, সেমি ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল এবং ইউএসবি চার্জারের কথা বলতে হয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন