Triumph T4

রয়্যাল এনফিল্ডের থেকেও সস্তা হয়ে গেল ট্রায়াম্ফের বাইক, বাড়ি আনুন বিশাল ছাড়ে

লঞ্চ হওয়ার ৩ মাসের মধ্যে নতুন বাইকে দারুণ ছাড় দেওয়ার ঘোষণা করল Triumph। সংস্থার নতুন Speed T4 মডেলে পাওয়া যাবে ১৮ হাজার টাকা ডিসকাউন্ট।

Suvrodeep Chakraborty 15 Dec 2024 3:57 PM IST

ছাড় দেওয়ার ঘোষণার ফলে বাইকের এক্স-শোরুম দাম কমে দাঁড়াল ২ লক্ষ টাকার নীচে। লঞ্চ হওয়ার ৩ মাসের মধ্যে নতুন মোটরসাইকেলে অফার দিচ্ছে Triumph। এদিন সংস্থার নতুন মডেল Speed T4 বাইকে ১৮ হাজার টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। বাইকটি এখন ১.৯৯ লক্ষ টাকায় কিনতে পারবেন। ফলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর থেকেও সস্তা হয়ে গেল এটি। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছে ট্রায়াম্ফ।

এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। যতক্ষণ বাইকের স্টক থাকবে ততক্ষণ ছাড় পাওয়া যাবে। ১৪ ডিসেম্বর থেকে অফারটি চালু হয়েছে। Triumph Speed T4 কিনতে আগ্রহী হলে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে হবে।

Triumph Speed T4 : এই বাইকের প্রতিপক্ষ কারা

উল্লেখ্য, Speed 400 এর উপর ভিত্তি করে এই রোডস্টার বাইক বানিয়েছে Triumph। ৩০০-৫০০ সিসি বাইকের ক্যাটাগরিতে এটি একটি দুর্ধর্ষ মডেল। বাজারে বাইকের প্রতিপক্ষ রয়েছে Royal Enfield Classic, Royal Enfield Guerrilla 450, Jawa 42, Yezdi Roadster, Honda CB359RS এবং Harley-Davidson X440।

Triumph Speed T4 : বাইকের ইঞ্জিন ও ফিচার্স

Triumph Speed T4 বাইকে ইঞ্জিন রয়েছে ৩৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, যা থেকে ৩০.৬ হর্সপাওয়ার এবং ৩৬ এনএম টর্ক তৈরি হয়। সংস্থার দাবি, বাইকের ৮৫ শতাংশ টর্ক পাওয়া যাবে ২৫০০ RPM-এ। বিশেষ ফিচার্সের মধ্যে মিলবে LED লাইটিং, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ৪৩ মিলিমিটার টেলিস্কপিক ফর্ক সাসপেনশন, দু’চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)।

Show Full Article
Next Story