Triumph Speed T4: পুজোর আগে বড় চমক, ভারতে লঞ্চ হল ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা বাইক

গত বছর Bajaj Auto-র সঙ্গে জোট বেঁধে Triumph ভারতে তাদের সবথেকে সাশ্রয়ী মূল্যের বাইক Speed 400 লঞ্চ করেছিল। আর আজ সংস্থাটি Speed 400-এর থেকেও কম…

Triumph Speed T4 Launched In India At Rs 2 17 Lakh

গত বছর Bajaj Auto-র সঙ্গে জোট বেঁধে Triumph ভারতে তাদের সবথেকে সাশ্রয়ী মূল্যের বাইক Speed 400 লঞ্চ করেছিল। আর আজ সংস্থাটি Speed 400-এর থেকেও কম দামে একটি নতুন মডেল লঞ্চ করল। নয়া মোটরসাইকেলটির নাম Triumph Speed T4। শুনলে অবাক হবেন এটি কিনতে খরচ হবে ২.১৭ (এক্স-শোরুম) লক্ষ টাকা। অর্থাৎ এটাই বর্তমানে ভারতের বাজারে ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা বাইক।

Triumph Speed T4 ভারতে তিনটি কালার অপশনে কিনতে পারবেন ক্রেতারা – সাদা, লাল এবং কালো। কোম্পানি T4 মডেলটিকে Speed 400-এর উত্তরসূরি হিসেবে তুলে ধরেছে। নান্দনিকভাবে, এই বাইকটি শুধুমাত্র নতুন কালার স্কিম পেয়েছে এবং মেকানিক্যাল বা হার্ডওয়্যার ডিপার্টমেন্টে Speed 400-এর অনুরূপ।

Triumph Speed T4-এর চ্যাসিস অপরিবর্তিত থাকছে। তবে সাসপেনশনের জন্য সামনে আপসাইড-ডাউন ফর্কের পরিবর্তে প্রচলিত টেলিস্কোপিক ফর্ক রয়েছে। খরচ কমিয়ে সাশ্রয়ী মূল্যে লঞ্চ করতেই এই পদক্ষেপ। বাইকটি ১৭ ইঞ্চি চাকায় দৌড়বে। এতে ৩৯৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : পুজোর মুখে খারাপ খবর শোনাল Honda, বাজার থেকে ফেরত নিচ্ছে একাধিক বাইক

ট্রায়াম্ফ স্পিড টি৪ থেকে ৭০০০ আরপিএমে ৩০.৬ বিএইচপি এবং ৫০০০ আরপিএমে ৩৬ এনএম টর্ক পাওয়া যাবে। যা স্পিড ৪০০-এর থেকে ৯.৫ বিএইচপি ও ১.৫ এনএম কম। তবে এটি ১০ শতাংশ বেশি ফুয়েল এফিশিয়েন্ট। সংস্থার দাবি, ২৫০০ আরপিএম থেকেই টর্কের ৮৫ শতাংশ পাওয়া যাবে।

ফিচার্সের কথা বললে, Triumph Speed T4 ফুল এলইডি লাইটিং, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটিটি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অফার করে। ট্রায়াম্ফ ইতিমধ্যেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বুকিং শুরু করে দিয়েছে। ডেলিভারি খুব শীঘ্রই চালু হবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন