Triumph TE-1: ট্রায়াম্ফ-এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল 12 জুন আত্মপ্রকাশ করতে পারে

ব্রিটিশ সংস্থা ট্রায়াম্প (Triumph) বিশ্বের অন্যতম সেরা মোটরসাইকেল নির্মাতা। তাদের বাইক মানেই প্রযুক্তি ও পারফরম্যান্সের...
techgup 3 Jun 2022 12:15 PM IST

ব্রিটিশ সংস্থা ট্রায়াম্প (Triumph) বিশ্বের অন্যতম সেরা মোটরসাইকেল নির্মাতা। তাদের বাইক মানেই প্রযুক্তি ও পারফরম্যান্সের অনবদ্য মিশ্রণ। বর্তমানে শুধু প্রথাগত জ্বালানি চালিত দু'চাকা গাড়ি বানায় ট্রায়াম্ফ। তবে ভবিষ্যতের কথা ভেবে ইলেকট্রিক মোটরসাইকেলের প্রকল্পের উপর নিঃশব্দে কাজ করছে তারা। Triumph TE -1 বলে সংস্থার সংস্থার প্রথম ই-বাইক প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। ট্রায়াম্ফ তাই গোটা বিশ্বকে তাদের প্রথম বিদ্যুৎচালিত বাইকের সাথে পরিচয় করে দেওয়ার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল।

Triumph TE-1 ইলেকট্রিক বাইকের প্রোটোটাইপ মডেল সম্পর্কে আগামী ১২ জুন আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হতে চলেছে। রেঞ্জ (ব্যাটারি ফুল চার্জে যতটা পথ চলবে), এবং প্রযুক্তিগত দিকগুলি তুলে ধরা হবে সেদিন। TE-1 এর একঝলকও দেখাবে ট্রায়াম্ফ৷ সংস্থার দাবি, ই-বাইকটির চতুর্থ এবং চূড়ান্ত পরীক্ষা সম্পূর্ণ।

প্রসঙ্গত, উইলিয়ামস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং (WAE) এবং ওয়ারউইক ইউনিভার্সিটির অন্তর্গত ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ (WMG)-এর যৌথভাবে Triumph TE-1 এর উন্নয়ন করছে ট্রায়াম্ফ। সর্বশেষ খবর অনুযায়ী, উইলিয়ামস ট্রায়াম্ফের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেলের জন্য একটি উদ্ভাবনী ব্যাটারি সিস্টেম তৈরি করেছে যা পারফরম্যান্স, রেঞ্জ ও ওজনের নিরিখে নতুন বেঞ্চমার্ক তৈরি করবে দলে দাবি করা হয়েছে।

অন্য দিকে, ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ মডেলিং ও সিমুলেশনে তাদের দক্ষতা প্রয়োগ করে প্রোটোটাইপ মডেল থেকে ইলেকট্রিক বাইকটিকে বাস্তবে পরিণত করতে সহায়তা করছে‌ আর প্রকল্পটির পুরোভাগে ট্রায়াম্ফ৷ অনুমান, প্রোডাকশন বা চূড়ান্ত মডেলটি চলতি বছরের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে।

Show Full Article
Next Story