Triumph Tiger Sport 660 থেকে Jeep Meridian, আগামী সপ্তাহে ভারতে আসছে যে বাইক ও SUV
ছোট-বড় বিভিন্ন সংস্থার উদ্যোগের ফলস্বরূপ চলতি মাসে দেশের দু'চাকা ও চার চাকা গাড়ি বাজারে একাধিক নতুন মডেলের আগমন ঘটেছে।...ছোট-বড় বিভিন্ন সংস্থার উদ্যোগের ফলস্বরূপ চলতি মাসে দেশের দু'চাকা ও চার চাকা গাড়ি বাজারে একাধিক নতুন মডেলের আগমন ঘটেছে। সেই তালিকায় Royal Enfield Scram 411,TVS Zupiter ZX SmartXonnect, Toyota Glanza-র নাম যেমন জ্বজজ্বল করছে। তেমনই Oben, Crayon, এবং iVOOMi -এর মতো অপেক্ষাকৃত নবীন সংস্থার হাতে তৈরি বৈদ্যুতিক টু-হুইলার বাজার মাতাতে প্রস্তুত। আবার এই অর্থবর্ষের শেষ সপ্তাহেও অন্তত একটি মোটরসাইকেল এবং গাড়ি ভারতে পা রাখার কথা রয়েছে। Jeep আগামী সপ্তাহে এ দেশে তাদের সাত আসনবিশিষ্ট Meridian SUV-এর উপর থেকে পর্দা সরাতে চলেছে। আবার ট্রায়াম্ফ এ মাস শেষ হওয়ার আগেই ভারতে তাদের অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক Triumph Tiger Sport 660 লঞ্চ করতে চলেছে। এই প্রতিবেদনে সেগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।
2022 Triumph Tiger Sport 660
২৯ মার্চ ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে 2022 Triumph Tiger Sport 660। ট্রায়াম্প টাইগার পরিবারে নতুন এন্ট্রি-লেভেল মডেল হবে এটি। গত বছরের ডিসেম্বর থেকে Tiger Sport 660-র বুকিং শুরু হয়েছে। এটি আসলে Triumph Trident 660 নেকেড স্ট্রিটফাইটার বাইকের অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্করণ। পারফরম্যান্সের দিক থেকে বাইক দু'টিতে কোনও পার্থক্য থাকবে না। এর ৬৬০ সিসি-র ইনলাইন থ্রি-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ৮০ বিএইচপি ও ৬৪ এনএম টর্ক উৎপন্ন করে। এতে স্লিপার ক্ল্যাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স রয়েছে।
ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ৪১ মিমি ইউএসডি ফর্ক, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ও রাইডিং মোডস (রোড ও রেন)। অনুমান, ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর দাম ভারতের বাজারে ৮.৫ লক্ষ থেকে ৯.৫ লক্ষ টাকার মধ্যে রাখা হবে।
2022 Jeep Meridian SUV
জিপ মার্চের ২৯ তারিখেই ভারতে তাদের নতুন এসইউভি Meridian SUV সামনে আনতে চলেছে। তবে সে দিন অফিসিয়াল লঞ্চ নয়। চলতি বছরের প্রথমার্ধেই বাজারে পা রাখতে পারে সাত আসন বিশিষ্ট এই প্রিমিয়াম গাড়ি। সংস্থার Compass SUV-র থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। নয়া প্রজন্মের জিপ মেরিডিয়ান-এর ফিচারের তালিকায় থাকবে আইকনিক সাতটি স্লট বিশিষ্ট ফ্রন্ট গ্রিল, এলইডি হেডল্যাম্প, এলইডি ডিআরএল সহ একটি অত্যাধুনিক বাম্পার, রিয়ার ওয়াইপার এবং ওয়াসার, ইন্টিগ্রেটেড রিয়ার স্পয়লার।
১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সাথে আসতে পারে গাড়িটি। তবে ১৮ ইঞ্চি অ্যালয় হুইলটি এতে বিকল্প হিসেবে রাখা হতে পারে। এছাড়া ১০.২ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের দেখা মিলতে পারে এতে। সেফটি ফিচারগুলির মধ্যে ছ’টি এয়ার ব্যাগ, একটি ৩৬০ ডিগ্রী পার্কিং ক্যামেরা, ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক পার্কিং ব্রেক সহ আরও অনেক কিছু থাকতে পারে। ২০২২ জিপ মেরিডিয়ানে ২.০ লিটার মাল্টি জেট ইঞ্জিন দেওয়া হতে পারে, যা ১৭০ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন করবে।
আবার গাড়িটি ২.৪ লিটার ইঞ্জিন ভ্যারিয়েন্টেও আসতে পারে, যার আউটপুট ১৮৪ বিএইচপি শক্তি এবং টর্ক ২৪৩ এনএম। সাথে থাকবে ৬-স্পিড ম্যানুয়াল অথবা ৯-স্পিড অটোমেটিক গিয়ার বক্স। দাম হতে পারে ২৫-৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Toyota Fortuner, MG Gloster এবং Skoda Kodiaq-এর সাথে জিপের নতুন গাড়ির প্রতিযোগিতা চলবে।