Triumph Tiger Sport 660: ট্রায়াম্ফ ভারতে নয়া বাইক লঞ্চ করল, দুর্ধর্ষ পাওয়ার, সঙ্গে ইনক্রেডিবল কমফোর্ট
Triumph Trident 660 নেকেড স্ট্রিটফাইটার মোটরসাইকেলের জনপ্রিয়তা প্রশ্নাতীত। এমনকি, এটি তাদের বেস্ট-সেলিং এন্ট্রি লেভেল...Triumph Trident 660 নেকেড স্ট্রিটফাইটার মোটরসাইকেলের জনপ্রিয়তা প্রশ্নাতীত। এমনকি, এটি তাদের বেস্ট-সেলিং এন্ট্রি লেভেল মডেল। এবার সেই জনপ্রিয় বাইকের উপর ভিত্তি করে নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার ভারতের বাজারে নিয়ে এল ট্রায়াম্ফ। যার নাম Triumph Tiger Sport 660। গত বছরের অক্টোবরে ব্রিটেনে আত্মপ্রকাশ করেছিল এটি। আর আজ প্রতিশ্রুতি মতো ট্যুরিং মোটরসাইকেলটি এ দেশে লঞ্চ করল ব্রিটিশ সংস্থা ট্রায়াম্ফ।
ট্রায়াম্ফের দাবি, Tiger Sport 660 তার সহজ রাইড অ্যাবিলিটি, এন্টারটেনিং পারফরম্যান্স এবং ভার্সেটাইল পার্সোনোলাটির সৌজন্যে নতুন ক্রেতাদের সংস্থার প্রতি আকৃষ্ট করবে। Triumph Tiger Sport 660 আর্ন্তজাতিক বাজারের অনুরূপে ভারতে লুসার্ন ব্লু/স্যাফিয়ার ব্ল্যাক, কোরোসি রেড/গ্রাফাইট, এবং ব্ল্যাক/গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ।
Triumph Tiger Sport 660 দাম, ওয়ারেন্টি, লভ্যতা
ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর দাম ভারতের বাজারে ৮,৯৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। সঙ্গে কাস্টমাইজেশনের অপশন রয়েছে৷ ট্রায়াম্ফ দু'বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি (এক্সটেন্ড করা যাবে) অফার করছে। সার্ভিস করাতে হবে ১৬,০০০ কিলোমিটার বা এক বছর অন্তর। এপ্রিলের শেষ থেকে ডেলিভারি শুরু হবে।
Triumph Tiger Sport 660 ডিজাইন
ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০ অ্যাডভেঞ্চার স্টাইলিং ও শার্প ডিজাইনের সঙ্গে এসেছে। এতে স্পোর্টি লুকিং সেমি-ফেয়ারিং ডিজাইন, লম্বা অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, টুইন-পড এলইডি হেডলাইট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, স্লিক বডিওয়ার্ক, আন্ডারবেলি এগজস্ট, স্টেপ-আপ সিট রয়েছে। ট্রায়াম্ফ বলেছে, নিত্যদিনের যাতায়াত, সিটি রাইডিং, এবং সপ্তাহান্তে লক রাইডেও পারফেক্ট সঙ্গী হয়ে উঠবে তাদের এই নতুন বাইক।
Triumph Tiger Sport 660 স্পেসিফিকেশন ও ফিচার
টাইগার স্পোর্টস ৬৬০-এ ব্যবহৃত ইঞ্জিনটি আসলে ট্রাইডেন্ট ৬৬০ থেকে ধার নেওয়া। ফলে এটি মিডলওয়েট অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে অন্যতম শক্তিশালী ইঞ্জিনযুক্ত মোটরসাইকেলের পরিচিতি পেয়েছে। বাইকটির ৬৬০ সিসি-র ইনলাইন থ্রি-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ৮০ বিএইচপি ও ৬৪ এনএম টর্ক উৎপন্ন করে এতে স্লিপার ক্ল্যাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স রয়েছে।
ট্রায়াম্ফ টাইগার স্পোর্টস ৬৬০-এর বিশেষ ফিচারগুলির মধ্যে ৪১ মিমি ইউএসডি ফর্ক, মাইট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেম-সহ টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ও রাইডিং মোডস (রোড ও রেন), ও নিসিন ব্রেক অন্যতম। নতুন এই টাইগার বাইকের ওজন (কার্ব) ২০৬ কেজি৷ লিটার প্রতি মাইলেজ ২২.২ কিমির কাছাকাছি।