TVS-এর নতুন স্পোর্টস বাইকের বুকিং শুরু, অপেক্ষার অবসান ঘটিয়ে এই তারিখে লঞ্চ

নতুন TVS Apache RR 310 আগামী ১৬ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে বলে জানা গিয়েছে। অফিশিয়াল লঞ্চের আগেই এবার সংস্থার কিছু ডিলার আনঅফিশিয়ালি স্পোর্টস বাইকটির বুকিং নেওয়া…

Tvs Apache Rr 310 Unofficial Bookings Open Ahead Of September 16 Launch

নতুন TVS Apache RR 310 আগামী ১৬ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে বলে জানা গিয়েছে। অফিশিয়াল লঞ্চের আগেই এবার সংস্থার কিছু ডিলার আনঅফিশিয়ালি স্পোর্টস বাইকটির বুকিং নেওয়া চালু করে দিয়েছে। বেশিরভাগ ডিলারশিপে বুকিংয়ের নূন্যতম মূল্য রাখা হয়েছে ৫,০০০ টাকা।

টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মোটরসাইকেলটি একাধিক আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। যার কারণে দাম সামান্য বাড়বে। বর্তমানে এটি কিনতে খরচ হয় ২.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। স্পাই শটে, বাইকটির নতুন ভার্সনের ফেয়ারিংয়ের উপর উইংলেট থাকতে দেখা গিয়েছে। এই ফিচার সাধারণত বড় স্পোর্টস বাইকে দেখা যায়। সঙ্গে নতুন কালার অপশন ও গ্রাফিক্স যোগ হতে পারে।

আরও পড়ুন : ঝড় তুলে লঞ্চ হল Yamaha R15M কার্বন ফাইবার এডিশন, দেখলে প্রেমে পড়তে বাধ্য!

Apache RR 310 এমনিতেই ফিচার সমৃদ্ধ বাইক। তবুও মনে করা হচ্ছে, RTR 310-এর মতো বি-ডিরেকশনাল কুইক শিফ্টার, কর্নারিং এবিএস, কুল্ড সিট, ও ক্রুজ কন্ট্রোল প্রযুক্তি পেতে পারে। এছাড়া, ডেটা লোডেড টিএফটি ডিসপ্লের থিম এবং ইন্টারফেসেও নতুনত্ব চোখে পড়তে পারে।

আরও পড়ুন : iPhone 16 এর খাস ফিচার তৈরি করেছে এই ভারতীয় ইঞ্জিনিয়াররা

নতুন সংস্করণে TVS Apache RR 310 আরও হর্সপাওয়ার উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। যদি কোম্পানি RTR 310-এর পথ অনুসরণ করে, তাহলে পাওয়ার আউটপুট ৩৩.৫ বিএইচপি থেকে বেড়ে ৩৫ বিএইচপিতে পৌঁছতে পারে। কিছু সূত্রের দাবি, টিভিএস বিভিন্ন পরীক্ষায় ইঞ্জিনটি থেকে নাকি ৪০ বিএইচপি ক্ষমতা জেনারেট করতে পেরেছে। ফলে একটা বড় চমক আসতেই পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন