TVS Apache RTR 160 4V সোনালী রঙের সঙ্গে সবুজের আকর্ষণীয় মেলবন্ধনে লঞ্চ হল

Raider ও Apache RTR 200 4V মোটরসাইকেলের Special Racing Edition লঞ্চের পর TVS এবার Apache RTR 160 4V রেসিং বাইকের গোল্ডেন...
SUMAN 7 Jun 2023 5:25 PM IST

RaiderApache RTR 200 4V মোটরসাইকেলের Special Racing Edition লঞ্চের পর TVS এবার Apache RTR 160 4V রেসিং বাইকের গোল্ডেন গ্রীন কালার ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হল। তবে ভারত বা এশিয়ার কোনও দেশ নয়, সংস্থাটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ন্তগত কলম্বিয়ার বাজারে অ্যাপাচির নয়া ভার্সনটি লঞ্চ করেছে। নাম শুনেই বোধগম্য, বাইকটি সোনালী রঙের সাথে সবুজের মিশ্রণ এসেছে।

TVS Apache RTR 160 4V গোল্ডেন গ্রীন ভার্সনে লঞ্চ হল

Apache RTR 160 4V-এর ফ্রন্ট ফেন্ডার, হেডলাইট কাউল, ফুয়েল ট্যাঙ্ক এবং ইঞ্জিন কাউলের উপর গোল্ডেন গ্রীন পেইন্ট থিমের দেখা মিলেছে। আবার রিয়ার প্যানেলটি ব্ল্যাক ফিনিশ করা হয়েছে। এই ভ্যারিয়েন্টটিতে অতিরিক্ত সরঞ্জাম হিসেবে দেওয়া হয়েছে একটি উইন্ড স্ক্রিন, হ্যান্ড গার্ড এবং ইঞ্জিন ক্র্যাশ গার্ড।

TVS Apache RTR 160 4V ফিচার্স ও ইঞ্জিন স্পেসিফিকেশন

নতুন পেইন্ট থিমের অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি-তে স্ট্যান্ডার্ড মডেলের মতোই সিঙ্গেল পড হেডলাইট, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্টেপ আপ সিট, এবং পিলিয়ন গ্র্যাবরেল দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মোটরসাইকেলটির নতুন কালার অপশনেও একই ডিজাইন বজায় রাখা হয়েছে।

বাইকটিতে এগিয়ে চলার শক্তি জোগাতে স্ট্যান্ডার্ড মডেলের মতোই দেওয়া হয়েছে কার্বুরেটর সিস্টেম সহ একটি ১৫৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন। ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত মোটরটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে ১৬.২ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৪.৮ এনএম টর্ক উৎপন্ন হবে।

হার্ডওয়্যার হিসেবে TVS Apache RTR 160 4V-এর গোল্ডেন গ্রীন ভার্সনে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক, টু পিস্টন ক্যালিপার সমেত একটি ২৭০ মিমি সিঙ্গেল ডিস্ক, এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার সমেত ২০০ মিমি সিঙ্গেল রোটর। গোল্ডেন গ্রীন মডেলটি কবে ভারতে লঞ্চ হতে পারে তা অবশ্য জানা যায়নি।

Show Full Article
Next Story