Pulsar-এর ছুটি! কাল বাজার কাঁপাতে আসছে নতুন Apache, দাম কত রাখতে পারে TVS
রাত পোহালেই বাজারে আসছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র নেকেড স্ট্রিট ফাইটার মোটরসাইকেল TVS Apache RTR 310।...রাত পোহালেই বাজারে আসছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র নেকেড স্ট্রিট ফাইটার মোটরসাইকেল TVS Apache RTR 310। দীর্ঘ সময় ধরে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)-এর সাথে জুটি বেঁধে বাইক তৈরি করে আসছে টিভিএস। বর্তমানে সংস্থাদ্বয়ের যৌথ উদ্যোগে তৈরি BMW G 310 RR, G 310 R ও G 310 GS – এই মডেলগুলি বাজারে বিক্রি করে বিএমডব্লিউ। টিভিএস-এর সংগ্রহে এমন মডেল মাত্র একটিই রয়েছে, যা হল – Apache RR 310। সেই তালিকায় নতুন সংযোজন হিসাবে Apache RTR 310 আগামীকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। চলুন তার আগে জেনে নেওয়া যাক বাইকটির খুঁটিনাটি ও সম্ভাব্য দাম সম্পর্কে।
TVS Apache RTR 310 : ডিজাইন
Apache RR 310 একটি ফুল-ফেয়ার্ড স্পোর্ট বাইক। যেখানে Apache RTR 310 একটি নেকেড স্ট্রিটফাইটার হিসেবে আসবে। এর সাথে Ducati Streetfighter V4 বহুলাংশে মিল রয়েছে। টিজারে দেখানো ফুয়েল ট্যাঙ্কের কারণে বাইকটিকে যথেষ্ট পেশীবহুল মনে হচ্ছে। এছাড়াও ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে চওড়া হ্যান্ডেল বার এবং স্প্লিট সিট। শার্প টেল সেকশন দেখে মনে করা হচ্ছে, এতে রাইডারের বসার জন্য বেশ খানিকটা জায়গা বরাদ্দ রয়েছে।
TVS Apache RTR 310 : পাওয়ারট্রেন
সামনে এগিয়ে চলার শক্তি প্রদানে TVS Apache RTR 310-এ থাকছে একটি ৩১২.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি Apache RR 310 ও BMW 310-এও ব্যবহার করা হয়েছে। মোটরটি থেকে ৯,৭০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ৭,৭০০ আরপিএম গতিতে ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। তবে নতুন মোটরসাইকেলে ইঞ্জিনে নতুনভাবে টিউন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
TVS Apache RTR 310 : হার্ডওয়্যার
টিভিএস-এর প্রকাশিত টিজারে Apache RTR 310-এ ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশকের দেখা মিলেছে। আশা করা হচ্ছে এতে RR 310-এর মেইন ফ্রেম ব্যবহার করা হবে। কিন্তু সাব-ফ্রেমটি ভিন্ন হতে পারে। আবার ডুয়েল চ্যানেল এবিএস অফার করা হতে পারে।
TVS Apache RTR 310 : ফিচার্স
মোটরসাইকেলটির ফিচারের তালিকায় থাকছে অল এলইডি লাইটিং, একটি নতুন হরাইজন্টার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আশা করা হচ্ছে ডিসপ্লেটি টিএফটি ইউনিট যুক্ত হবে এবং এতে দেওয়া হবে ব্লুটুথ কানেক্টিভিটি প্রযুক্তি। আবার বিভিন্ন রাইডিং মোড, স্লিপার ক্লাচ এবং রাইড বাই ওয়্যার দেওয়া হতে পারে।
TVS Apache RTR 310 : দাম
TVS Apache RTR 310 আগামীকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে। ইতিমধ্যেই বাইকটির বুকিং শুরু হয়েছে। ৩,১০০ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে। দাম ২.৬০ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে।