অনবদ্য ডিজাইনে ঝড় তুলবে বাজারে, নতুন Apache বাইকের টেস্টিং শুরু করে দিল TVS
ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের উন্মাদনা নজরে পড়ার মতো। যে ক্ষেত্রে বাজার কাঁপাতে বিভিন্ন কোম্পানি তাদের...ভারতে প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের উন্মাদনা নজরে পড়ার মতো। যে ক্ষেত্রে বাজার কাঁপাতে বিভিন্ন কোম্পানি তাদের নতুন বাইক আনছে। সাথে দরাজ হস্তে ফিচার দান করছে। তেমনি এবারে টিভিএস মোটর (TVS Motor) তাদের একটি নতুন নেকেড মোটরসাইকেল আনতে চলেছে। যার নাম – TVS Apache RTR 310। এবারে ভারতের রাস্তায় দর্শন দিল বাইকটি। যদিও এর আগেও একবার টেস্টিং চলাকালীন দেখা গিয়েছিল। শার্প ডিজাইনের মোটরসাইকেলটি ভিড়ের মধ্যেও নিজের জাত চেনাবে।
TVS Apache RTR 310 লঞ্চ হতে চলেছে
অনুমান করা হচ্ছে, এতে Apache RR 310-এর ইঞ্জিনটিই দেওয়া হবে। বাইকটির ডিজাইন অসাধারণ হবে বলেই মনে করা হচ্ছে। এক ইনস্টাগ্রাম ইউজার বাইকটির ছবি ফাঁস করেছে। ছবিতে বড় এক্সটেনশন সহ বাইকটিতে বৃহৎ ফুয়েল ট্যাঙ্কের দেখা মিলেছে। পেছনের হাগারটি যথেষ্ট বড়। এর এগজস্ট RR 310-এর কথা স্মরণ করায়।
বাইকটির মিরর দেখে প্রিমিয়াম বলেই মনে হচ্ছে। এর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিও ভিন্ন। সামনের কোন ছবি দেখা না গেলেও অনুমান করা হচ্ছে, এতে বড় মাপের হেডলাইট দেওয়া হয়েছে। ইঞ্জিনের প্রসঙ্গে বললে, একটি ৩১২.২ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সমেত উপস্থিত হতে পারে বাইকটি। এতে ৬-স্পিড গিয়ারবক্স অফার করা হবে। মোটর থেকে ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। গিয়ারবক্সের সাথে স্লিপার ক্লাচের দেখা মিলবে।
আশা করা হচ্ছে, TVS Apache RTR 310 তিনটি আলাদা রাইডিং মোড সহ আসবে – স্পোর্ট, ট্রাক ও রেইন। মোডের ওপর ভিত্তি করে পাওয়ার এবং টর্কের পরিমাণ নির্ভর করবে। ফিচার হিসেবে এতে TVS SmartXonnect কানেক্টিভিটি থাকবে। এদিকে ভারতে টিভিএস সম্প্রতি ‘Apache RTX’ নাম নথিভুক্ত করেছে। তাই নতুন মোটরসাইকেলটির RTX 310 – নামে হাজির হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।