ভারতের প্রথম সংস্থা হিসাবে এই কীর্তি গড়ল TVS, টেক্কা বাজাজ ও রয়্যাল এনফিল্ড-কেও!

ভারতীয় অটোমোবাইল সংস্থা হিসেবে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) নিজেদের প্রতিপত্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে।...
SUMAN 25 Oct 2023 7:54 PM IST

ভারতীয় অটোমোবাইল সংস্থা হিসেবে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) নিজেদের প্রতিপত্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে। এবারে দেশের মধ্যে প্রথম টু-হুইলার সংস্থা হিসেবে ভেনেজুয়েলাতে প্রবেশ করল তারা। দক্ষিণ আমেরিকার দেশটিতে বাইক ও স্কুটার বিক্রির লক্ষ্যে স্থানীয় সংস্থা সার্ভিসুমিনিসট্রোস জেপিজি (Servisuministros Jpg)-এর সাথে জুটি বেঁধেছে টিভিএস। তারা ভেনেজুয়েলাতে টিভিএস-এর দুই ও তিন চাকার গাড়ি বিক্রির দায়িত্ব পালন করবে।

TVS ভেনেজুয়েলাতে ব্যবসা শুরু করল

ভেনেজুয়েলাতে টিভিএস যে সব মডেল বিক্রি করবে সেগুলি হল– TRAK 150, Sport 100, HLX, Stryker, Raider 125, XL 100, Ntorq 125 ও সমগ্র Apache রেঞ্জের মোটরসাইকেশ। তবে তালিকা থেকে বাদ পড়েছে সদ্য লঞ্চ হওয়া TVS Apache RTR 310। অন্যদিকে, তিন চাকার গাড়ির তালিকায় রয়েছে – King GS ও King Cargo।

বর্তমানে বিশ্বের ৮০টির অধিক দেশে দুই ও তিন চাকার গাড়ি বিক্রি করে টিভিএস। যার মধ্যে রয়েছে আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্য। এই প্রসঙ্গে টিভিএস-এর আন্তর্জাতিক ব্যবসার সহ-সভাপতি রাহুল নায়েক বলেন, “টিভিএস মোটর কোম্পানি বিশ্বের ক্রেতাদের চাহিদা পূরণে নতুন উচ্চতায় পৌঁছেছে। ভেনেজুয়েলাতে আমরা মোটরসাইকেল, স্কুটার এবং থ্রি-হুইলার আনতে পেরে উচ্ছ্বসিত।”

অন্যদিকে, টিভিএস মোটর কোম্পানির আমেরিকার ব্যবসায়িক প্রধান মার্টিন কোরসুংস্কি বলেন, “আমরা ভেনেজুয়েলা'তে প্রবেশ করতে পেরে আনন্দিত। আমাদের টু-হুইলারের প্রিমিয়াম ও কমিউটার রেঞ্জ এমনকি থ্রি হুইলার হাজির করা হয়েছে সেদেশের বাজারে।”

প্রসঙ্গত, সম্প্রতি টিভিএস মোটর কোম্পানি মার্কেট ভ্যালুয়েশন অর্থাৎ বাজার মূল্যের বিচারে Yamaha-কে পিছনে ফেলে বিশ্বের দামী দু'চাকা গাড়ি সংস্থাগুলির তালিকার তৃতীয় স্থানে ঢুকে পড়েছে। বর্তমানে প্রথম স্থানে থাকা Bajaj (১৯ বিলিয়ন ডলার) ও Eichar Motors-এর (Royal Enfield-এর মালিকানাধীন কোম্পানি) (১১.৫ বিলিয়ন ডলার) পরেই রয়েছে তারা। টিভিএস-এর বর্তমান মার্কেট ভ্যালুয়েশন ৯.২ বিলিয়ন ডলার।

Show Full Article
Next Story