মেগা ডেলিভারি দিয়ে TVS এর নজির, 1 দিনে ব্যাটারি স্কুটারের চাবি হাতে পেলেন 100 গ্রাহক

দেশের অন্যতম সেরা মোটরসাইকেল নির্মাতা টিভিএস মোটর কোম্পানির একমাত্র ইলেকট্রিক স্কুটার হল আইকিউব (iQube)। সম্প্রতি...
techgup 10 May 2023 9:08 PM IST

দেশের অন্যতম সেরা মোটরসাইকেল নির্মাতা টিভিএস মোটর কোম্পানির একমাত্র ইলেকট্রিক স্কুটার হল আইকিউব (iQube)। সম্প্রতি দিল্লিতে এক বড়সড় জমজমাট ইভেন্টের আয়োজন করেছিল তারা। সেখানে একদিনের মধ্যেই ১০০টি আইকিউব ডেলিভারি দিয়েছে টিভিএস। এমনকি পরবর্তী ১০ দিনের মধ্যে দেশের ১০টি শহরে ১,০০০টি ব্যাটারি চালিত স্কুটার গ্রাহকদের ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করেছে তারা। আসলে সদ্য আইকিউব এর গ্রাহক সংখ্যা এক লাখের মাইলফলক পেরোতে সক্ষম হয়েছে। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এমন প্রয়াস।

প্রসঙ্গত ২০২০ সালের জানুয়ারিতে প্রথম আত্মপ্রকাশ করেছিল টিভিএস আইকিউব। যদিও চাহিদার দিকে গুরুত্ব দিয়েই গত বছরের মে মাসে তাদের এই ই-স্কুটারটিতে একাধিক আপডেট যুক্ত করে তারা। এরপর থেকেই বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত ১৬ মাসের মধ্যে টিভিএস তার এই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারটি এক লক্ষ ইউনিটের বেশি বেচেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে বুকিং।

TVS iQube: ব্যাটারি রেঞ্জ ও মূল্য

বর্তমানে টিভিএস আইকিউব দুটি আলাদা ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যায়- স্ট্যান্ডার্ড এবং এস। উভয় ক্ষেত্রেই শক্তি ভান্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে ৩.০৪ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জে ১০০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এছাড়াও বড় কালারফুল ডিসপ্লে সহ নানা ধরনের আধুনিক ফিচার যুক্ত রয়েছে এতে। দিল্লিতে আইকিউববের স্ট্যান্ডার্ড ও এস ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৯৯,১৩০ টাকা ও ১.০৪ লাখ টাকা।

TVS iQube ST: কী থাকবে এতে?

গত বছরেই টিভিএস স্কুটারটির সবচেয়ে অত্যাধুনিক মডেল এসটি এর প্রদর্শন সেরে ফেললেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লঞ্চ সম্পন্ন হয়নি। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এর দাম সম্পর্কিত তথ্য সামনে আসবে। প্রিমিয়াম এই স্কুটারটির মধ্যে ৪.৫৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক লাগানো রয়েছে যা প্রতি চার্জে ১৪৫ কিমি পথ ছুটতে সাহায্য করবে বলে দালি। এই মুহূর্তে দেশের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার- Ather 450X, Hero Vida V1, Ola S1 Pro, Bajaj Chetak এদের সাথেই সমানে টক্কর নেবে টিভিএস আইকিউ এসটি।

Show Full Article
Next Story