সপ্তাহান্তে মেগা ডেলিভারি! এক দিনে 200 বৈদ্যুতিক স্কুটার ক্রেতাদের হাতে তুলে দিয়ে নজির TVS এর

ইলেকট্রিক স্কুটারের জন্য দুনিয়ায় আরেক নজির স্থাপন করলো তামিলনাড়ুতে জন্ম নেওয়া ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মোটরবাইক...
techgup 17 Nov 2022 10:49 AM IST

ইলেকট্রিক স্কুটারের জন্য দুনিয়ায় আরেক নজির স্থাপন করলো তামিলনাড়ুতে জন্ম নেওয়া ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মোটরবাইক নির্মাতা টিভিএস(TVS)। ইতিমধ্যেই সংস্থার হাতে রয়েছে তাদের একমাত্র ব্যাটারী চালিত স্কুটার iQube। কয়েক মাস আগেই এই মডেলটির আপডেটেড সংস্করণ বাজারে আসে। সম্প্রতি দিল্লিতে আয়োজিত একটি মেগা ডেলিভারি ইভেন্টে একসাথে ২০০ টির বেশি আইকিউব মডেল ডেলিভারি দিয়ে এই মাইলফলক স্থাপন করে তারা।

গত ১৩ ই নভেম্বর দিল্লিতে একটি মেগা ডেলিভারি ইভেন্টের আয়োজন করে টিভিএস। সেখানেই ২০০টির বেশি এই ইলেকট্রিক স্কুটার ডেলিভারি দেয় তারা। এর মধ্যে iQube ও iQube S দুটো ভ্যারিয়েন্টের মডেলই রয়েছে। এই নিয়ে দিল্লির বুকে এই স্কুটারের ২০০০ ইউনিট ডেলিভারি দিতে সমর্থ হল তারা।

প্রসঙ্গত চলতি বছরের প্রারম্ভিক লগ্নেই আইকিউবের তিনটি সংস্করণ লঞ্চ করে টিভিএস। এগুলি হল- iQube, iQube S ও iQube ST। এই বৈদ্যুতিক স্কুটারগুলি ১১ টি রঙে ও তিন ধরনের চার্জিং অপশনে উপলব্ধ। দিল্লির বুকে কেন্দ্রীয় সরকারের ফেম-টু প্রকল্প এবং রাজ্য সরকারের সাবসিডি ধরে iQube ও iQube ST এর অন-রোড মূল্য যথাক্রমে ৯৯,১৩০ টাকা ও ১,০৪,১২৩ টাকা।

এ দুটি সংস্করণের মধ্যেই রয়েছে ৩.৪ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। চার্জে পরিপুষ্ট অবস্থায় এই ব্যাটারিটি ১০০ কিমি পথ চলতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, HMI কন্ট্রোল ও রিভার্স পার্কিং প্রযুক্তি।

অন্যদিকে এই স্কুটারটির টপ সংস্করণ iQube ST তে ৫.১ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যাটারিটি ফুল চার্জে ১৪০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। তবে এখনো পর্যন্ত এই সংস্করণটির দাম ঘোষণা করা হয়নি। বর্তমানে ৯৯৯ টাকা টোকেন জমা দিয়ে এটি বুক করা সম্ভব।

টিভিএসের দাবি অনুযায়ী তাদের এই ইলেকট্রিক স্কুটার সাধারণভাবে শহরে চলাচলের জন্য প্রতি সপ্তাহে দুইবার চার্জ দেওয়া প্রয়োজন। এভাবেই প্রতি গ্রাহক পিছু প্রতিদিনের চলার খরচ মাত্র তিন টাকা। উপরন্তু এই স্কুটারগুলিতে রয়েছে তিন ধরনের চার্জিং অপশন ৬৫০ ওয়াট চার্জার, ৯৫ ওয়াট চার্জার ও ও ১.৫ কিলোওয়াট আওয়ারের চার্জার। ST সংস্করণের ব্যাটারিটি সাধারণ চার্জার দিয়ে মাত্র ৫ ঘন্টাতেই ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। আর এটি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে প্রায় ৭ ঘন্টা।

Show Full Article
Next Story