কাল পর্যন্ত অফার, TVS iQube ইলেকট্রিক স্কুটার সবচেয়ে কম দামে, 22 হাজার টাকা ছাড়

ফ্লিপকার্টে টিভিএস আইকিউবের দাম 1,03,299 টাকা (এক্স-শোরুম)। তবে অফারের সুবিধা নিয়ে আরও কম দামে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে।

Suman Patra 24 Dec 2024 2:28 PM IST

ফ্লিপকার্ট TVS iQube ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত ছাড় দিচ্ছে। সাধারণত এই ব্যাটারি চালিত স্কুটারের 2.2 kWh ভ্যারিয়েন্টের দাম 94,999 টাকা (এক্স-শোরুম), তবে এখন আপনি এটি বিশেষ অফারে মাত্র 85,000 টাকায় (এক্স-শোরুম) কিনতে পারবেন। 20 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত এই অফার পাওয়া যাবে। অর্থাৎ এটি সীমিত সময়ের অফার এবং কালই অফার শেষ হয়ে যাবে।

ফ্লিপকার্ট থেকে TVS iQube কীভাবে কিনবেন?

ফ্লিপকার্টে টিভিএস আইকিউবের দাম 1,03,299 টাকা (এক্স-শোরুম)। তবে অফারের সুবিধা নিয়ে আরও কম দামে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে।

ডিসকাউন্ট অফার

ফ্লিপকার্টে #justforyou অফারে 4,000 টাকা ছাড়ে কেনা যাবে টিভিএস আইকিউব স্কুটার। আবার ট্র্যানজ্যাকশন 20,000 বা তার বেশি টাকার করলে আরও 12,300 টাকা ডিসকাউন্ট মিলছে। এছাড়াও থাকছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে লোভনীয় অফার। এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5,619 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই সব অফারের পর টিভিএস আইকিউবের দাম মাত্র 85,380 টাকা হবে।।

টিভিএস আইকিউব: ব্যাটারি এবং পাওয়ারট্রেন

এই স্কুটার দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যার একটি 2.2 কিলোওয়াট ব্যাটারি দ্বারা চালিত হয় যা মাত্র 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে 0-80% চার্জ করে। ফুল চার্জে এই ইলেকট্রিক স্কুটার চলে প্রায় ৭৫ কিলোমিটার। আবার টিভিএস আইকিউব এর 4.4 কিলোওয়াট মোটর ভ্যারিয়েন্ট আছে, যা 140 এনএম পিক টর্ক উৎপন্ন করে। এর সর্বোচ্চ গতিবেগ 75 কিমি/ঘণ্টা।

ফিচার এবং কালার অপশন

এর 2.2 কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের ফিচারের কথা বললে, এতে রয়েছে 5 ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে, ফ্রন্ট ডিস্ক ব্রেক, 30 লিটার আন্ডার-সিট স্টোরেজ, ভেহিকল ক্র্যাশ অ্যান্ড টো অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, পার্ক অ্যাসিস্ট এবং ইউএসবি চার্জিং পোর্ট, রিমোট চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য কানেক্টেড ফিচার।

Show Full Article
Next Story