1 লাখের বেশি ভারতীয় কিনে ফেলেছেন, TVS iQube ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া
iQube ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চের পর টিভিএস (TVS)-এর বিক্রিতে ব্যাপক জোয়ার প্রত্যক্ষ করা যাচ্ছে। সংস্থার...iQube ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চের পর টিভিএস (TVS)-এর বিক্রিতে ব্যাপক জোয়ার প্রত্যক্ষ করা যাচ্ছে। সংস্থার একমাত্র বৈদ্যুতিক স্কুটার হিসেবে মুখ উজ্জ্বল করে চলেছে এটি। প্রতি মাসে বিক্রির পরিমাণ ১০,০০০-এর উপরে বজায় রেখেছে iQube। ফেব্রুয়ারিতে ১৫,৫২২ ইউনিটের মার্চেও ১৫,৩৬৪ ইউনিট বিক্রির পরিসংখ্যানের কথা জানিয়েছে টিভিএস। ফলে এ পর্যন্ত ১,০৮,৫৫০ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শ করেছে বৈদ্যুতিক স্কুটারটি।
শুধু গত ১৫ মাসে টিভিএস আইকিউব বিক্রি হয়েছে ১,০২,২২১টি। ২০২০-র জানুয়ারিতে ভারতের বাজারে স্কুটারটি লঞ্চ হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে ৯৬,৬৫৪ নতুন ক্রেতার হদিশ পেয়েছে এটি। যা আইকিউবের সমগ্র বিক্রির ৮৯%। যদিও ২০২২-২৩-এ টিভিএস ১,০০,০০০ ইউনিট আইকিউব বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছিল। আর মাত্র ৩,৩৪৬ ইউনিট বিক্রি হলেই যা পূরণ করা যেত।
পেট্রোলের অগ্নিমূল্যের কারণে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ২০২২-এ TVS iQube-এর নতুন ভার্সন লঞ্চের পর থেকে এর বিক্রিতেও জোয়ার এসেছে। ২০২২-২৩-এর প্রথম তিন মাসে বিক্রির পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছিল। ২০২২-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত ৮,৭২৪ ইউনিট বিক্রির তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেচাকেনার পরিমাণ বেড়ে হয়েছিল ১৫,৬৪৫। ফলে বিক্রিবাটায় শতকরা ৭৯% বৃদ্ধির সাক্ষী থেকেছে টিভিএস।
আবার অক্টোবর থেকে ডিসেম্বরে বেচাকেনা হয়েছিল ২৯,২৩০ ইউনিট এবং ২০২৩-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিক্রি হয়েছে ৪৩,০৫৫ ইউনিট। ভারত সরকারের বাহন পোর্টালের তথ্য অনুযায়ী ২০২২ ২৩ অর্থবর্ষে স্কুটারটি মোট ৮০,৫৬৫ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন।
TVS iQube : ভ্যারিয়েন্ট ও রেঞ্জ
TVS iQube তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Standard, S ও ST। পুরোপুরি চার্জে প্রথম মডেল দুটির রেঞ্জ ১০০ কিমি। অন্যদিকে প্রিমিয়াম এসটি ট্রিমটি ফুল চার্জে ১৪০ কিমি পথ ছুটতে পারবে বলে দাবি সংস্থার। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮২ কিমি। তবে বেস ও এস মডেলের ক্ষেত্রে তা ৭৮ কিমি/ঘন্টা। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৪.২ সেকেন্ডে তুলতে সক্ষম এটি। ফাস্ট চার্জারে এসটি ভ্যারিয়েন্টের ব্যাটারিটি পাঁচ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যায়।
TVS iQube : দাম ও প্রতিপক্ষ
টিভিএস আইকিউব-এর স্ট্যান্ডার্ড ভার্সনের বর্তমান মূল্য ৯৯,১৩০ টাকা এবং এস ভ্যারিয়েন্টটির দাম ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে প্রিমিয়াম মডেল এসটি-এর মূল্য এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। স্কুটারটির প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Ola S1, Ather 450X, Bajaj Chetak, Hero Vida V1 প্রভৃতি।