1 লাখের বেশি ভারতীয় কিনে ফেলেছেন, TVS iQube ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া

iQube ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চের পর টিভিএস (TVS)-এর বিক্রিতে ব্যাপক জোয়ার প্রত্যক্ষ করা যাচ্ছে। সংস্থার একমাত্র বৈদ্যুতিক স্কুটার হিসেবে মুখ উজ্জ্বল করে চলেছে এটি।…

iQube ইলেকট্রিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চের পর টিভিএস (TVS)-এর বিক্রিতে ব্যাপক জোয়ার প্রত্যক্ষ করা যাচ্ছে। সংস্থার একমাত্র বৈদ্যুতিক স্কুটার হিসেবে মুখ উজ্জ্বল করে চলেছে এটি। প্রতি মাসে বিক্রির পরিমাণ ১০,০০০-এর উপরে বজায় রেখেছে iQube। ফেব্রুয়ারিতে ১৫,৫২২ ইউনিটের মার্চেও ১৫,৩৬৪ ইউনিট বিক্রির পরিসংখ্যানের কথা জানিয়েছে টিভিএস। ফলে এ পর্যন্ত ১,০৮,৫৫০ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শ করেছে বৈদ্যুতিক স্কুটারটি।

শুধু গত ১৫ মাসে টিভিএস আইকিউব বিক্রি হয়েছে ১,০২,২২১টি। ২০২০-র জানুয়ারিতে ভারতের বাজারে স্কুটারটি লঞ্চ হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে ৯৬,৬৫৪ নতুন ক্রেতার হদিশ পেয়েছে এটি। যা আইকিউবের সমগ্র বিক্রির ৮৯%। যদিও ২০২২-২৩-এ টিভিএস ১,০০,০০০ ইউনিট আইকিউব বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছিল। আর মাত্র ৩,৩৪৬ ইউনিট বিক্রি হলেই যা পূরণ করা যেত।

পেট্রোলের অগ্নিমূল্যের কারণে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ২০২২-এ TVS iQube-এর নতুন ভার্সন লঞ্চের পর থেকে এর বিক্রিতেও জোয়ার এসেছে। ২০২২-২৩-এর প্রথম তিন মাসে বিক্রির পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছিল। ২০২২-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত ৮,৭২৪ ইউনিট বিক্রির তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেচাকেনার পরিমাণ বেড়ে হয়েছিল ১৫,৬৪৫। ফলে বিক্রিবাটায় শতকরা ৭৯% বৃদ্ধির সাক্ষী থেকেছে টিভিএস।

আবার অক্টোবর থেকে ডিসেম্বরে বেচাকেনা হয়েছিল ২৯,২৩০ ইউনিট এবং ২০২৩-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিক্রি হয়েছে ৪৩,০৫৫ ইউনিট। ভারত সরকারের বাহন পোর্টালের তথ্য অনুযায়ী ২০২২ ২৩ অর্থবর্ষে স্কুটারটি মোট ৮০,৫৬৫ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন।

TVS iQube : ভ্যারিয়েন্ট ও রেঞ্জ

TVS iQube তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Standard, S ও ST। পুরোপুরি চার্জে প্রথম মডেল দুটির রেঞ্জ ১০০ কিমি। অন্যদিকে প্রিমিয়াম এসটি ট্রিমটি ফুল চার্জে ১৪০ কিমি পথ ছুটতে পারবে বলে দাবি সংস্থার। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮২ কিমি। তবে বেস ও এস মডেলের ক্ষেত্রে তা ৭৮ কিমি/ঘন্টা। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৪.২ সেকেন্ডে তুলতে সক্ষম এটি। ফাস্ট চার্জারে এসটি ভ্যারিয়েন্টের ব্যাটারিটি পাঁচ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যায়।

TVS iQube : দাম ও প্রতিপক্ষ

টিভিএস আইকিউব-এর স্ট্যান্ডার্ড ভার্সনের বর্তমান মূল্য ৯৯,১৩০ টাকা এবং এস ভ্যারিয়েন্টটির দাম ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে প্রিমিয়াম মডেল এসটি-এর মূল্য এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। স্কুটারটির প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Ola S1, Ather 450X, Bajaj Chetak, Hero Vida V1 প্রভৃতি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন