TVS iQube ও Ola S1 ইলেকট্রিক স্কুটারে ডিসেম্বরের অফার, 100 শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
TVS iQube ইলেকট্রিক স্কুটারের সাথে দুর্দান্ত ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। টিভিএস-এর এই স্কুটারের এখনও পর্যন্ত 4.50 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এই মাইলফলক অর্জনে টিভিএস আইকিউবের উপর 100% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। অফারটি 12 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
2024 সাল শেষ মাস চললো, কদিন পরেই নতুন বছর শুরু হতে চলেছে। 2025 সালে, অনেক বাইক, স্কুটার এবং গাড়ির দাম বাড়তে চলেছে। অনেক গাড়ি নির্মাতা ইতিমধ্যেই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। মারুতি থেকে শুরু করে টয়োটা, বিএমডব্লিউ, গাড়ি ও বাইকের দাম বাড়ানো নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা। তবে উল্টো পথে হেঁটেছে ইলেকট্রিক স্কুটার নির্মাতা ব্র্যান্ডগুলি। TVS এবং Ola চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে স্কুটারের উপর বিশেষ অফারের ঘোষণা করেছে।
টিভিএস স্কুটারে ক্যাশব্যাক অফার
TVS iQube ইলেকট্রিক স্কুটারের সাথে দুর্দান্ত ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। টিভিএস-এর এই স্কুটারের এখনও পর্যন্ত 4.50 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এই মাইলফলক অর্জনে টিভিএস আইকিউবের উপর 100% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। অফারটি 12 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
প্রতিদিন একজন ভাগ্যবান ক্রেতা ইলেকট্রিক স্কুটার বুকিং বা কিনলে 100% ক্যাশব্যাক পেতে পারেন। এর পাশাপাশি 30,000 টাকা পর্যন্ত বেনিফিটও পাওয়া যাবে। এই স্কুটারের সাথে 5 বছর বা 70 হাজার কিলোমিটারের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। টিভিএস আইকিউব ইলেকট্রিকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 89,999 টাকা থেকে।
Ola S1 ইলেকট্রিক স্কুটারের সাথে অফার
ভারতের বাজারে ওলা ইলেকট্রিকের স্কুটার বেশ জনপ্রিয়। মানুষের পছন্দের মডেলের তালিকায় রয়েছে ওলা S1। অক্টোবর-নভেম্বরের পর ডিসেম্বরেও এই ইলেকট্রিক স্কুটারের সাথে অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা 6,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এছাড়াও 16,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। ওলার এই অফারে ভ্যারিয়েন্ট অনুযায়ী পার্থক্য দেখা যেতে পারে। Ola S1 এর দাম শুরু হচ্ছে 69,999 টাকা থেকে।
TVS iQube ইলেকট্রিক স্কুটারের সাথে দুর্দান্ত ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। টিভিএস-এর এই স্কুটারের এখনও পর্যন্ত 4.50 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এই মাইলফলক অর্জনে টিভিএস আইকিউবের উপর 100% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। অফারটি 12 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে।