Flipkart Black Friday Sale

ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে দারুণ সুযোগ, টিভিএস আইকিউব কিনুন ৫,০০০ টাকা সস্তায়

ফ্লিপকার্ট TVS iQube এর ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যুক্ত মডেলে রয়েছে ৫,০০০ টাকা ছাড়। এই স্কুটারে EMI অপশনও রয়েছে।

Suvrodeep Chakraborty 29 Nov 2024 10:10 PM IST

নিত্য যাতায়াতের জন্য একটি ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? দামও থাকতে হবে বাজেটের মধ্যে। তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এল ফ্লিপকার্ট। এই ই-কমার্স প্ল্যাটফর্মে সবে শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল। এটি চলাকালীন বেশ সস্তায় পাওয়া যাবে টিভিএস আইকিউব (TVS iQube) ইলেকট্রিক স্কুটার। এটি বর্তমানে দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত ই-স্কুটার। দাম ১,০৭,২৯৯ টাকা। তবে সেল যতদিন চলবে ততদিন আসল দামের থেকে কমে পাওয়া যাবে টিভিএস আইকিউব। দুটি রঙে উপলব্ধ স্কুটারটি - পার্ল হোয়াইট এবং আখরোট ব্রাউন।

ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল: টিভিএস আইকিউব

ফ্লিপকার্ট টিভিএস আইকিউবের ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যুক্ত মডেলে রয়েছে ৫,০০০ টাকা ছাড়। এই স্কুটারে EMI অপশনও রয়েছে। ব্যাঙ্কের উপর নির্ভর করবে সেই অফার। পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য ছাড়ের পরিমাণ কম, ২ হাজার টাকা। HDFC ব্যাঙ্কে ৩ বছর মেয়েদের EMI অপশন রয়েছে। সমস্ত অফার যোগ করে টিভিএস আইকিউব কিনতে পারবেন ১,০১,৯৩৪ টাকায়।

টিভিএস আইকিউব : রেঞ্জ ও ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারের এন্ট্রি-লেভেল মডেলে রয়েছে ২.২ কিলোওয়াট আওয়ার শক্তির ব্যাটারি ক্যাপাসিটি। সর্বোচ্চ ৫.৯ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে স্কুটারটি। ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ২ ঘণ্টা ৪৫ মিনিট। এই স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ৭৫ কিলোমিটার (ইকোনমি মোড) এবং ৬০ কিলোমিটার (পাওয়ার মোড)। এতে ফিচার্স রয়েছে LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ৫ ইঞ্চি TFT ডিসপ্লে।

Show Full Article
Next Story