TVS iQube ST ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি আগস্ট থেকে শুরু, দাম কত হবে?
টিভিএস সম্প্রতি তাদের iQube ইলেকট্রিক স্কুটারের তিনটি নতুন সংস্করণ লঞ্চ করেছে - স্ট্যান্ডার্ড (Standrad), এস (S) এবং...টিভিএস সম্প্রতি তাদের iQube ইলেকট্রিক স্কুটারের তিনটি নতুন সংস্করণ লঞ্চ করেছে - স্ট্যান্ডার্ড (Standrad), এস (S) এবং এসটি (ST)। তার মধ্যে প্রথম দু'টি মডেলের দাম এবং ডেলিভারির সময়সূচী প্রকাশ করেছে। কিন্তু সবচেয়ে উন্নত iQube ST -র দাম এখনও ঘোষণা হয়নি। তবে সংস্থার ওয়েবসাইট বলছে, এই ভ্যারিয়েন্টের ডেলিভারি আগস্ট থেকে শুরু করে। এখন ৯৯৯ টাকা দিয়ে এটি বুক করে রাখা যাচ্ছে।
সূত্রের খবর, জুলাইয়ের শেষের দিকে বা অগাস্টের শুরুতে iQube ST-এর দাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, আইকিউবের বেস ভার্সনের দাম ৯৮ হাজার ৫৬৪ টাকা (ফেম-টু ও স্টেট সাবসিডি ধরে দিল্লিতে অন রোড)। আর এস সংস্করণটির মূল্য ১ লাখ ৮ হাজার ৬৯০ টাকা (অন রোড)। যেহেতু টিভিএস এসটি অনেক বেশি ফিচার ও আরও শক্তিশালী ব্যাটারি প্যাক সমৃদ্ধ, তাই এটির মূল্য ১ লাখ ২৫ হাজার থেকে থেকে ১ লাখ ৩০ হাজারের মধ্যে (অন রোড দিল্লি) রাখা হবে বলে আশা করা যায়।
টিভিএস আইকিউব এসটি-তে রয়েছে ৪.৫৬ কিলো ওয়াট ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে সাধারণ অবস্থায় ১৪৫ কিমি ও পাওয়ার মোডে ১১০ কিমি অতিক্রম করতে সক্ষম ই-স্কুটারটির মোটর ৪ বিএইচপি পাওয়ার ও ৩৩ এনএম টর্ক উৎপন্ন করে। সর্বোচ্চ গতিবেগ ৮২ কিমি/ঘন্টা। ৯৫০ ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে ৪ ঘন্টা ৬ মিনিট। আর ১৫০০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে চার্জ হয়ে যায়।
টিভিএস আইকিউব এসটি-র ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ব্লুটুথ কানেকশন সহ ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ইনকামিং কল ও মেসেজ এলার্ট-সহ নানারকম তথ্য এখানে দেখা যায়। এছাড়াও রয়েছে ফুল এলইডি লাইটিং, অ্যান্টি থেফ্ট অ্যালার্ট, মিউজিক কন্ট্রোল, লাইভ ট্রাকিং,অ্যালেক্সা ভয়েস সাপোর্ট, চাবি ছাড়া স্টার্ট করা এবং ক্রুজ কন্ট্রোলের সুবিধা।