টিভিএস (TVS) তাদের বেস্ট সেলিং স্কুটার জুপিটার ১১০ (Jupiter 110) যে নতুন অবতারে শীঘ্রই লঞ্চ করবে, সে খবর অনেক আগেই পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, ১১০ সিসির জুপিটারে নতুন মেকওভার দেওয়ার পাশাপাশি জুপিটার ১২৫ থেকে বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার্স যুক্ত করা হবে। টিভিএস কিছু বলার আগেই এবার নিউ জেনারেশন জুপিটার ১১০ সম্পর্কে আরও কিছু আকর্ষণীয় তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।
নতুন TVS Jupiter 110 দেখতে সম্পুর্ণ আলাদা হবে
রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন জুপিটার ১১০ বর্তমান মডেলের মতো একঘেয়ে দেখতে লাগবে না। টিভিএস এতে নতুন আরবান ডিজাইন ল্যাঙ্গুয়েজ যুক্ত করেছে, যার ফলে এটির স্টাইলে তারুণ্য ভাব ফুটে উঠবে। বাজার চলতি জুপিটার ১১০ সবার কাছে ফ্যামিলি স্কুটার হিসাবে পরিচিত। টিভিএস মনে করছে, ক্রেতাদের চাহিদা এখন বদলে গিয়েছে। তরুণ প্রজন্মকে কাছে টানতে ডিজাইন বদলানো জরুরী।
নতুন এই স্কুটারের সামনের প্যানেল জুড়ে লম্বালম্বি ভাবে এলইডি ডিআরএল বসানো থাকবে। টার্ন ইন্ডিকেটরগুলি সুন্দরভাবে ডিআরএল’র মধ্যে রাখা হয়েছে। হেডল্যাম্পটি এলইডি লাইটিং অফার করবে৷ কাউলে শার্প টাচ এসেছে। টেল সেকশন আরও তীক্ষ্ণ করতে অনেক কাজ করেছে টিভিএস।
আগেই বলেছি, এতে জুপিটার ১২৫ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। ১১০ সিসির এই স্কুটারের আন্ডারসিট স্টোরেজে এখন দু’টি ফুল-ফেস হেলমেট ধরে যাবে। ফ্লোরবোর্ডের নীচে ফুয়েল ট্যাঙ্ক থাকার ফলে স্টোরেজ স্পেস বাড়বে। ফুয়েল ফিলার ক্যাপ সামনে থাকার কারণে তেল ভরা আরও সুবিধার হতে চলেছে। নতুন টিভিএস জুপিটার ১১০ গ্লস ও ম্যাট কালার স্কিমে আসবে। দাম ৭৭,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।