যুবসমাজের মন পেতে ভারতের বাজার কাঁপানো স্কুটার এশিয়ার আরও একটি দেশে আনল TVS
বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার কোম্পানি টিভিএস (TVS) তাদের অন্যতম জনপ্রিয় স্কুটার Ntorq 125-এর রেস এডিশনটি...বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার কোম্পানি টিভিএস (TVS) তাদের অন্যতম জনপ্রিয় স্কুটার Ntorq 125-এর রেস এডিশনটি এবারে ফিলিপিন্সের বাজারে লঞ্চের ঘোষণা করল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ম্যাকিনা অটো শো (Makina Auto Show)-তে লঞ্চ করা হয়েছে এটি। এই স্পোর্টি প্রিমিয়াম স্কুটারটির কাঁধে ভর করে বিদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে টিভিএস-এর।
TVS Ntorq 125 Race Edition লঞ্চ হল ফিলিপিন্সে
সংস্থার দাবি, TVS Ntorq 125 Race Edition-টি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে হাজির করা হয়েছে। এতে দেওয়া হয়েছে এলইডি ডে-টাইম রানিং লাইট সহ একটি এলইডি হেডল্যাম্প। চালকের সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে হ্যাজার্ড ল্যাম্প। অন্যান্য ডিজাইনের প্রসঙ্গে বললে, রেস এডিশন চিহ্ন সহ স্কুটারটি ফ্ল্যাগ গ্রাফিক্সে মোড়ানো। তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এটি – ম্যাট ব্ল্যাক, মেটালিক ব্ল্যাক এবং মেটালিক রেড।
TVS Ntorq 125 Race Edition : ফিচার্স
TVS Ntorq 125 Race Edition-এর ফিচারের তালিকায় উপস্থিত TVS SmartXonnectTM। যার মাধ্যমে স্মার্টফোনের সাথে স্কুটারটি কানেক্ট করা যাবে। এছাড়া রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, থ্রি ভাল্ভ, এয়ার কুল্ড, SOHC, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। যা থেকে ৭,০০০ আরপিএম গতিতে ৯.২৫ এইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হবে।
স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার। ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর ৯.১ সেকেন্ড সময় লাগে। নতুন স্কুটার লঞ্চের প্রসঙ্গে ইন্দোনেশিয়ার টিভিএস মোটর কোম্পানির সভাপতি এবং ডিরেক্টর জে থাঙ্গারাজন বলেন, “লঞ্চের পরই ফিলিপিনসের অসংখ্য তরুণ প্রজন্মের ক্রেতা TVS Ntorq 125 Race Edition-এর প্রসঙ্গে উৎসাহ দেখিয়েছে। যার কারণ এর কানেক্টেড ফিচার এবং স্টাইল।”