TVS Ntorq: টিভিএস’র বড় চমক, বাজার কাঁপানো লুকস নিয়ে লঞ্চ হল নতুন এনটর্ক

টিভিএস এনটর্ক (TVS Ntorq) আজ নতুন অবতারে ভারতে লঞ্চ হল। স্টাইলিশ এই স্কুটারটি একঝাঁক নয়া কালার স্কিমে আপডেট করা হয়েছে। নতুন কালার অপশনগুলি স্ট্যান্ডার্ড এনটর্ক…

Tvs Launches Standard Ntorq 125 And Race Xp With New Colour Options Priced At Rs 86 871

টিভিএস এনটর্ক (TVS Ntorq) আজ নতুন অবতারে ভারতে লঞ্চ হল। স্টাইলিশ এই স্কুটারটি একঝাঁক নয়া কালার স্কিমে আপডেট করা হয়েছে। নতুন কালার অপশনগুলি স্ট্যান্ডার্ড এনটর্ক ১২৫ (Ntorq 125) ও রেস এক্সপি (Race XP) সিরিজে উপলব্ধ। গ্রাহকদের হাতে আরও বিকল্প তুলে দিতেই তাদের অন্যতম জনপ্রিয় স্কুটারের নয়া এডিশন নিয়ে হাজির হয়েছে টিভিএস।

TVS Ntorq স্কুটার নতুন রঙে ভারতে লঞ্চ হল

স্ট্যান্ডার্ড টিভিএস এনটর্ক তিনটি নতুন কালার অপশনে লঞ্চ হয়েছে – টারকুইজ, হার্লিকুইন ব্লু, ও নার্ডো গ্রে। এটির দাম ৮৬,৮৭১ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, টিভিএস এনটর্ক রেস এক্সপি ম্যাট ব্ল্যাক স্পেশাল এডিশনে এসেছে। এতে কালো রঙের বিভিন্ন টেক্সচার দেখা যাবে, যার মধ্যে ম্যাট ও গ্লসি পিয়ানো ব্ল্যাক রয়েছে। এটির দাম রাখা হয়েছে ৯৭,৫০১ টাকা (এক্স-শোরুম)।

2024 Tvs Ntorq New Colours Launch 1068X599 1

টিভিএস এনটর্কে কালার আপডেট ছাড়া আর কোনও পরিবর্তন করা হয়নি। স্ট্যান্ডার্ড ভার্সনটি আগের মতো ১২৪.৮ সিসি থ্রি-ভাল্ভ ইঞ্জিনে ছুটবে, যা ৭০০০ আরপিএমে ৯.৫ পিএস পাওয়ার ও ৫৫০০ আরপিএম গতিতে ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করবে। স্কুটারটিতে বিশেষ ফিচার্স হিসাবে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি ডিজিটাল কনসোল, রাইড মোড, এলইডি হেডল্যাম্প, প্রভৃতি।

অন্যদিকে, টিভিএস এনটর্ক রেস এক্সপি একই ইঞ্জিনে দৌড়লেও, এটি ১০.২ পিএস পাওয়ার এবং ১০.৯ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। এটি আরও স্টাইলিশ ও শার্প বডি প্যানেল সহ উপলব্ধ। এতে ডুয়াল রাইড মোড, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল, স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস কমান্ড, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল ও মেসেজ এলার্ট ফিচার্স রয়েছে।