TVS Italy: বেনেলি-ডুকাটির গড়ে হানা দিল টিভিএস, লঞ্চ করল দুর্ধর্ষ অ্যাপাচি বাইক

ভারতের প্রথম সারির টু হুইলার নির্মাতা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখছে। তাই ইতালিতে পদার্পণের কথা ঘোষণা করল সংস্থা। সে…

ভারতের প্রথম সারির টু হুইলার নির্মাতা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখছে। তাই ইতালিতে পদার্পণের কথা ঘোষণা করল সংস্থা। সে দেশে তারা একাধিক পেট্রল এবং ইলেকট্রিক স্কুটার ও বাইক লঞ্চের পরিকল্পনা করেছে। বর্তমানে বিশ্বের ৮০টি দেশে টু হুইলার বিক্রি করে টিভিএস।

TVS ইতালির বাজারে পা রাখল

টিভিএস মোটর কোম্পানির সভাপতি এবং গ্রুপ স্ট্র্যাটেজির প্রধান শরদ মোহন মিশ্র বলেন, “বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষার পথে ইতালির বাজারে পদার্পণ আমাদের একটি কৌশলগত পদক্ষেপ।” অন্যদিকে, টিভিএস মোটর ইতালিয়া-র ডিরেক্টর জিওভান্নি ফুরনারি বলেন, “একটি শাখা অফিস প্রতিষ্ঠা এবং আইসিই-ইলেকট্রিক উভয় ধরনের পণ্যের অফার করার মাধ্যমে TVS Motor Italia এই দেশের বাজারের জন্য তাদের আস্থা ও দীর্ঘমেয়াদী কৌশলকে তুলে ধরেছে।”

ইতালির বাজারে টিভিএস মোট আটটি টু হুইলার বিক্রি করবে। যার মধ্যে রয়েছে Apache 310 রেঞ্জ, Ronin এবং Raider 125। আবার Jupiter 125 ও NTorq এর স্কুটারও সেখানে লঞ্চ করেছে সংস্থা। অন্যান্য মডেলের তালিকায় রয়েছে তাদের ইলেকট্রিক স্কুটার রেঞ্জ iQube ও X।

প্রসঙ্গত, ভারতে টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube-এর দুটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এগুলি হচ্ছে ২.২ কিলোওয়াট আওয়ার iQube এবং ৩.৪ কিলোওয়াট আওয়ার TVS iQube ST। মডেল দুটির মূল্য যথাক্রমে ৯৪,৯৯৯ টাকা ও ১.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন