Apache, Jupiter-দের জনপ্রিয়তায় জোয়ার, টু-হুইলার বিক্রিতে অনেকটা এগিয়ে গেল TVS
টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) জুলাই তাদের যানবাহন বিক্রির হিসাব-নিকাশ প্রকাশ করল। যেখানে উল্লেখ রয়েছে...টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) জুলাই তাদের যানবাহন বিক্রির হিসাব-নিকাশ প্রকাশ করল। যেখানে উল্লেখ রয়েছে জুলাইয়ে ৩,২৫,৯৭৭টি গাড়ি বেচেছে তারা। তুলনাস্বরূপ ২০২২-এর জুলাইয়ে সংস্থার বেচাকেনার অঙ্ক ৩,১৪,৬৩৯ ইউনিট থাকার কারণে এক বছরের ব্যবধানে বিক্রি ৪% বেড়েছে। গত মাসে সংস্থার শুধু টু-হুইলার বিক্রিই হয়েছে ৩,১২,৩০৭ ইউনিট। যেখানে আগের বছর ওই সময়ে বিক্রিবাটার সংখ্যা ২,৯৯,৬৫৮ ইউনিট ছিল।
TVS-এর বিক্রি বাড়ল ৪%
এ বছর জুলাইয়ে শুধু ভারতের বাজারে টিভিএস ২,৩৫,২৩০ ক্রেতার হাতে মোটরসাইকেল ও স্কুটারের চাবি তুলে দিতে পেরেছে। এক বছর আগে এর পরিমাণ ২,০১,৯৪২ থাকায় এবারে বেচাকেনায় বৃদ্ধি ঘটেছে ১৭%। আবার শুধু মোটরসাইকেল বিক্রি হয়েছে ১,৫৩,৯৪২ ইউনিট। ফলে আগের বছরের ওই সময়ের (১,৫০,৩৪০ ইউনিট) তুলনায় ২% জোয়ার এসেছে বিক্রিতে।
আগের বছর জুলাইয়ে ১,১৬,৫০০টি স্কুটার বিক্রির থেকে এ বছর বৃদ্ধি পেয়ে ১,২১,৯৪১ ইউনিট হওয়ায় শতকরা হার ৫% বেড়েছে। রপ্তানি ১,১২,০৩২ (জুলাই, ২০২২) থেকে কমে ৮৯,২১৩ (জুলাই, ২০২৩) হয়েছে। আর টু হুইলারের রপ্তানি ৯৭,৭১৬ (জুলাই, ২০২২) ইউনিট থেকে কমে হয়েছে ৭৭,০৭৭ (জুলাই, ২০২২) ইউনিট।
কোম্পানির একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube জুলাইয়ে বিক্রিবৃদ্ধিতে ব্যাপক ছাপ ফেলেছে। আগের মাসে এটি মোট ১৩,৩০৬ নতুন ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রি হয়েছিল ৬,৩০৪ ইউনিট। সম্প্রতি TVS iQube ১,৫০,০০০ বিক্রিত মাইলস্টোন স্পর্শ করেছে। বর্তমানে ১৯৬টি শহরের ৩১৬-এর বেশি টাচ পয়েন্ট থেকে কেনা যায় এটি। সবশেষে গতমাসে টিভিএসের মোট ১৩,৬৭০ থ্রি হুইলার বিক্রি হয়েছে। আগের বছর একই সময়ের তুলনায় ১,৩১১ ইউনিট কম।