Zomato: খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে জোট বাঁধল TVS, ডেলিভারিতে আসবে বিপ্লব

সময় যতো এগোচ্ছে ভারতের রাস্তায় যানবাহনের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। আর রাস্তায় গাড়িঘোড়ার চলাচল যত বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণের মাত্রাও ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। ফলে পরিবেশবিদরা…

সময় যতো এগোচ্ছে ভারতের রাস্তায় যানবাহনের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। আর রাস্তায় গাড়িঘোড়ার চলাচল যত বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণের মাত্রাও ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। ফলে পরিবেশবিদরা শঙ্কিত। এদিকে ইন্টারনেটের প্রসারে ফুড ডেলিভারি কোম্পানিগুলির রমরমা চোখে পড়ার মতো। খাবার সংগ্রহ ও পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত পেট্রল চালিত টু-হুইলারের সংখ্যাও বাড়ায় চিন্তিত বিশেষজ্ঞরা। তাই পরিবেশ দূষণ কমানোর পদক্ষেপ হিসাবে দূশের অন্যতম অ্যাপ নির্ভর ফুড ডেলিভারি সংস্থা জোমাটো (Zomato) প্রথম সারির দু’চাকা গাড়ি নির্মাতা টিভিএস (TVS) এর সাথে জোট বাঁধার ঘোষণা করেছে।

TVS Motor ও Zomato গাঁটছড়া বাঁধলো

চুক্তির শর্ত অনুযায়ী, আগামী দু’বছরের মধ্যে টিভিএস রাস্তায় ১০,০০০ ইলেকট্রিক স্কুটার মোতায়েন করবে। এগুলি জোমাটো তাদের খাবার ডেলিভারির জন্য ব্যবহার করবে। ফলে পরিবেশ দূষণের মাত্রা কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। আবার জোমাটো-তে ব্যবহৃত ব্যাটারি চালিত স্কুটারগুলি টিভিএস-এর চার্জিং স্টেশন থেকে পরিষেবা পাবে।

এই প্রসঙ্গে জোমাটোর প্রধান অপারেশন আধিকারিক রিনশুল চন্দ্র বলেন, “২০৩০-এর মধ্যে ১০০% বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আমরাই প্রথম ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম যারা ক্লাইমেট গ্রুপ EV100-এর অভিযানে পা মিলিয়েছি। পরবর্তী দু’বছরের মধ্যে ১,০০,০০০ ইলেকট্রিক ভেহিকেল বেসড পার্টনার অনবোর্ড করাহ উদ্দেশ্যে আমরা ৫০-এর বেশি কোম্পানির সাথে হাত মিলিয়েছি।”

জোমাটো ও টিভিএস মোটর কোম্পানির মধ্যে হওয়া চুক্তিতে ছয়টি কৌশলগত ক্ষেত্রের উল্লেখ রয়েছে। যার মধ্যে চারটি হল – প্রোডাক্ট, চার্জিং ইকোসিস্টেম, সাসটেনেবিলিটি টার্গেট এবং ডিজিটাল ইন্টিগ্রেশন। প্রসঙ্গত, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত টিভিএস ভারতের বাজারে ১ লাখের বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন