ক্রেতাদের মধ্যে Apache, Ntorq-এর বিপুল চাহিদা, পুজোর বিক্রিবাটায় বাজিমাত করল TVS

Apache ও Ntorq-এর মতো জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারী টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) সেপ্টেম্বরে বিক্রিবাটার...
SUMAN 4 Oct 2023 11:04 AM IST

Apache ও Ntorq-এর মতো জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারী টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) সেপ্টেম্বরে বিক্রিবাটার পরিসংখ্যান সর্বসমক্ষে পেশ করল। যেখানে দেখা গেছে আগের মাসে তারা মোট ৪,০২,৫৫৩ ইউনিট দুই ও তিন চাকা গাড়ি বিক্রি করতে পেরেছে। ২০২২-এর সেপ্টেম্বরে যার পরিমাণ ৩,৭৯,০১১ ইউনিট থাকায় এবারের বিক্রিবাটায় ৬% আধিক্য দেখা গেছে।

TVS-এর বিক্রি ৭% বাড়ল

টিভিএস-এর ব্যবসার প্রধান স্তম্ভ টু-হুইলার। সংশ্লিষ্ট সেগমেন্টে গত মাসে তারা মোট ৩,৮৬,৯৫৫টি নতুন বাইক ও স্কুটার বেচেছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বিক্রিবাটার পরিমাণ ৩,৬১,৭২৯ ইউনিট থাকায় এবেচাকেনা ৭% বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে বিক্রি আগের বছরের সেপ্টেম্বরে ২,৮৩,৮৭৮ ইউনিট থেকে বেড়ে গত মাসে ৩,০০,৪৯৩ ইউনিট হয়েছে।

টিভিএসের মোটরসাইকেল বিক্রিতেও উন্নতি নজরে পড়েছে। গত মাসে ১,৮৬,৪৩৮টি বাইক বেচেছে সংস্থা। যা ২০২২-এর সেপ্টেম্বরের তুলনায় ১৭,০০০ ইউনিটের থেকেও বেশি। অন্যদিকে, তাদের স্কুটার বিক্রি ১,৪৪,৩৫৬ ইউনিট থেকে বৃদ্ধি পেয়ে গত মাসে ১,৫৫,৫২৬ ইউনিটে এসেছে দাঁড়িয়েছে। এক্ষেত্রে অগ্রগতির হার ৮%।

গত মাসে টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube-এর মোট ২০,৩৫৬টি মডেল ক্রেতারা বাড়ি নিয়ে এসেছেন। যেখানে এক বছর আগে বেচাকেনা ছিল মাত্র ৪,৯২৩ ইউনিট। প্রসঙ্গত, সেপ্টেম্বরে টিভিএস তাদের নতুন মোটরসাইকেল Apache RTR 310 লঞ্চ করেছে। এটি আদতে Apache RR 310-এর ফুল ফেয়ার্ড ভার্সন। তবে দুই মডেলে একই ইঞ্জিন দেওয়া হয়েছে। ৩১২ সিসির সেই লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৩৫.১ বিএইচপি শক্তি এবং ২৮.৭ এনএম টর্ক পাওয়া যাবে। ৬-গতির গিয়ারবক্সের সাথে রয়েছে স্লিপার ক্লাচ। মোটরসাইকেলটির দাম ২.৪৩ লক্ষ থেকে ২.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

Show Full Article
Next Story