TVS এর ইলেকট্রিক ও পেট্রল স্কুটারের বিপুল চাহিদা, মোটরসাইকেলের ক্ষেত্রে উলটপুরাণ
দুই এবং তিন চাকার গাড়ি তৈরির সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) নতুন বছরের প্রথম মাসের ব্যবসার হাল হকিকত...দুই এবং তিন চাকার গাড়ি তৈরির সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) নতুন বছরের প্রথম মাসের ব্যবসার হাল হকিকত প্রকাশ করল। পরিসংখ্যান বলছে গত মাসে তারা সব মিলিয়ে মোট ২,৭৫,১১৫টি যানবাহন বিক্রি করতে পেরেছে। আগের বছর অর্থাৎ ২০২২-এর জানুয়ারির তুলনায় তাদের বেচাকেনা ৮,৩৩০ ইউনিট বেড়েছে।
জানুয়ারিতে দেশ-বিদেশের বাজার মিলিয়ে সংস্থাটির মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে ২,৬৪,৭১০টি। যেখানে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার অঙ্ক ছিল ২,৫৪,১৩৯ ইউনিট। সুতরাং ২০২৩-এর জানুয়ারির বিক্রিতে ৪ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। আবার শুধু দেশের বাজারে গত মাসে টু-হুইলার বিক্রি এক বছর আগে একই সময়ের ১,৬৭,৭৯৫ ইউনিট থেকে বেড়ে হয়েছে ২,১৬,৪৭১। ফলে বাইকের চাহিদায় ২৯% জোয়ারের সাক্ষী থেকেছে টিভিএস।
আবার মোটরসাইকেল বিক্রির পরিমাণ আগের বছরের জানুয়ারির ১,৩৭,৬৩০ ইউনিট থেকে কমে গত মাসে ১,২১,০৪২টি হয়েছে। তবে স্কুটারের চাহিদা বাড়তে দেখা গেছে। জানুয়ারিতে ১,০৬,৫৩৭টি স্কুটার বেচেছে টিভিএস। ২০২২-এর জানুয়ারিতে যা ছিল ৮০,৫৮০ ইউনিট।
অন্যদিকে, সংস্থার একমাত্র ইলেকট্রিক স্কুটার TVS iQube আগের মাসে মোট ১২,১৬৯ ইউনিট বিক্রি হয়েছে। যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ। এক বছর আগে বিক্রির অঙ্ক ছিল ১,৫২৯ ইউনিট। যদিও রপ্তানি আগের বছর জানুয়ারির ৯৭,৮৫৮ ইউনিট থেকে কমে গত মাসে ৫৭,০২৪ হওয়ার কারণে ৪১ শতাংশ পতন।