TVS Motor Company: মার্চে 3 লাখের কাছাকাছি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করল টিভিএস

২০২১-২২ অর্থবর্ষে গাড়ি শিল্পে কিছুটা হলেও খুশির ঝলক। ফেব্রুয়ারির নিস্তেজ ভাব কাটিয়ে তুলনায় মার্চে গাড়ির বাজার তুলনামুলক...
techgup 2 April 2022 11:55 PM IST

২০২১-২২ অর্থবর্ষে গাড়ি শিল্পে কিছুটা হলেও খুশির ঝলক। ফেব্রুয়ারির নিস্তেজ ভাব কাটিয়ে তুলনায় মার্চে গাড়ির বাজার তুলনামুলক ভাবে চাঙ্গা। সে চার চাকা হোক বা দু'চাকা। ভারতের অন্যতম বৃহত্তম টু-হুইলার সংস্থা টিভিএস ঘোষণা করল, গত মাসে ৩,৭,৯৫৪টি গাড়ি বেচেছে তারা। ফেব্রুয়ারির চেয়ে ১১,২০৪টি বেশি। যদিও ২০২১-এর একই সময়ে টিভিএসের ৩,২২,৬৪৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল।

দু'চাকার প্রসঙ্গে আসলে, দেশ ও বিদেশের বাজার মিলিয়ে টিভিএস মোট ২,৯২,৯১৮ ইউনিট বেচেছে। ২০২১-এর মার্চে সেটা ছিল ৩,০৭,৩৯৭। আবার গত মাসে ভারতে ১,৯৬,৯৫৬টি টু-হুইলার বিক্রি করেছে তারা। তুলনাস্বরূপ, ২০২১-এর মার্চে এ দেশে টিভিএসের ২,০২,১৫৫ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছিল।

টিভিএসের দাবি, সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ ব্যহত হওয়ায় উৎপাদন ক্ষমতা কমেছে তাদের। যার সরাসরি প্রভাব পড়েছে Apache সিরিজের মতো প্রিমিয়াম মোটরসাইকেলের বিক্রিতে। তবে আগামী কয়েকমাসের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে বলেই মনে করছে টিভিএস।

উল্লেখ্য, নানা বাধা থাকা সত্বেও গত বছরের শেষ ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে টিভিএসের বিক্রিবাটা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২১-এর সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত ৮.১৫ লক্ষ ইউনিট মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করতে পেরেছে টিভিএস। যেটা বেড়ে ২০২২-এর জানুয়ারি-মার্চে ৮.৮৭ লক্ষ ইউনিটি পৌঁছেছে।

Show Full Article
Next Story