প্রতি মাসেই বিকোচ্ছে দেদার, ডিসেম্বরে চাহিদা ছাপিয়ে নতুন রেকর্ড TVS iQube ইলেকট্রিক স্কুটারের
২০২২ এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ভারতের টু-হুইলারের বিক্রিতে কোম্পানিগুলির মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারো কারো...২০২২ এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ভারতের টু-হুইলারের বিক্রিতে কোম্পানিগুলির মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারো কারো ক্ষেত্রে বিক্রি উপচে পড়লেও, কিয়ৎ সংখ্যাক সংস্থা আগের বছরের তুলনায় বেচাকেনায় কমতি প্রত্যক্ষ করেছে। এই যেমন দেশের অন্যতম টু-হুইলার সংস্থা টিভিএস মোটর (TVS Motor)। ২০২১-এর ডিসেম্বরের (২,৩৫,৩৯২) তুলনায় ২০২২-এর একই সময়ে (২,২৭,৬৬৬) তাদের বাইক ও স্কুটারের বিক্রি ৩.২৮% কমেছে। কিন্তু সংস্থার একমাত্র ইলেকট্রিক স্কুটার TVS iQube-এর ক্ষেত্রে সম্পূর্ণ উলটপুরাণ ঘটেছে।
টিভিএস জানিয়েছে গত বছর মে’তে তাদের আইকিউব ই-স্কুটারের নতুন সংস্করণ বাজারে আনার পর থেকে প্রতি মাসের বিক্রি আগের মাসকে ছাপিয়েছে। ডিসেম্বরেও যেই ধারা বজায় ছিল। ফলে গত মাসে TVS iQube-এর এক মাসে বিক্রির বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আর এতেই টিভিএস-এর মুখে চওড়া হাসি ফুটেছে। আগের বছরের ডিসেম্বরে TVS iQube এর ১১,০৭১ ইউনিট বিক্রি হয়েছে।
TVS iQube : ব্যাটারি ও রেঞ্জ
TVS iQube বর্তমানে তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – Standard, S ও ST। প্রথম দুটি মডেলে রয়েছে ৩.০৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যেখানে ST ভ্যারিয়েন্টে একটি বৃহৎ ৪.৫৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ উপলব্ধ। সিঙ্গেল চার্জে এদের রেঞ্জ যথাক্রমে ১০০ কিমি, ১০০ কিমি ও ১৪৫ কিমি।
TVS iQube : দাম ও প্রতিপক্ষ
টিভিএস আইকিউব-এর স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ৯৯,১৩০ টাকা এবং এস ভ্যারিয়েন্টটির মূল্য ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে প্রিমিয়াম মডেল এসটি-এর মূল্য এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। স্কুটারটির প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Ola S1, Ather 450X, Bajaj Chetak, Hero Vida V1 প্রভৃতি।