TVS আটঘাট বেঁধে ময়দানে নামছে, iQube এর পর এবার নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ, 1000 কোটি টাকা লগ্নির ঘোষণা
ইদানিং ভারতে বৈদ্যুতিক দুই, তিন ও চার চাকার গাড়ির সংখ্যা যে হারে মাথা চাড়া দিচ্ছে, তাতে স্টার্টআপ থেকে মেনস্ট্রিম সকল...ইদানিং ভারতে বৈদ্যুতিক দুই, তিন ও চার চাকার গাড়ির সংখ্যা যে হারে মাথা চাড়া দিচ্ছে, তাতে স্টার্টআপ থেকে মেনস্ট্রিম সকল সংস্থাকেই নিজেদের নতুন মডেল বাজারে আনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে ভাবাচ্ছে। অগত্যা মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করে পণ্যের উৎপাদন বাড়ানো ব্যতীত অন্য কোনো পথ খোলা থাকছে না। এতে একদিকে যেমন দেশের অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হচ্ছে, আবার একইসাথে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে। তেমনই এবার দেশের অন্যতম টু-হুইলার নির্মাতা টিভিএস মোটর (TVS Motor) সে পথে হেঁটে ১,০০০ কোটি টাকা বিনিয়োগের নিশ্চিত বার্তা দিল। চলতি আর্থিকবর্ষেই লগ্নির প্রক্রিয়া শুরু করবে তারা। যার প্রধান লক্ষ্য বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বাড়ানো ও নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের জন্য প্রয়োজনীয় গবেষণা সম্পুর্ণ করা।
উল্লেখ্য, দক্ষিণ ভারতের সংস্থাটি গত আর্থিকবর্ষেও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। এবারের লগ্নির উদ্দেশ্য ২০২২ শেষ হওয়ার আগে প্রতি মাসে ২৫,০০০ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের সক্ষমতা তৈরি করা। পরবর্তী বছরে মাসিক উৎপাদনের সংখ্যা বাড়িয়ে করা হবে ৫০,০০০। ফলে বছরে সংস্থাটি ৫-৬ লক্ষ ই-স্কুটার নির্মাণ করতে পারবে। দেশের বাজারে চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বাইরেও।
এই প্রসঙ্গে টিভিএস মোটরের এমডি সুদর্শন বেনু জানান তাদের উদ্দেশ্য পরিষ্কার; ২০২৫-এর মধ্যে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের ৩০% এবং থ্রি-হুইলারের ৩৫% মার্কেট শেয়ার নিজেদের আয়ত্তে নিয়ে আসা। সেটি পূরণ করতেই এই বিনিয়োগ। তাঁর কথায়, “আমি মনে করি আমাদের বিনিয়োগের সম্মুখ সারিতে রয়েছে বৈদ্যুতিক যানবাহন। আসন্ন বছরগুলিতে ইলেকট্রিক ভেহিকেলকে উদ্দেশ্য করেই বিনিয়োগ করা হবে। ঘোষিত ১,০০০ কোটি টাকার বিনিয়োগ এর একটি উল্লেখযোগ্য অংশ। আমরা আগামী বছরগুলিতে লগ্নি জারি রাখবো।”
প্রসঙ্গত, বর্তমানে একটিমাত্র স্কুটার iQube বিক্রি করে TVS। সম্প্রতি তিনটি নতুন ভার্সনে লঞ্চ হয়েছে এর আপডেটেড মডেল। জুনে মোট ৪,৬৬৭টি TVS iQube বিক্রি হওয়ায় এটি বর্তমানে ভারতের পঞ্চম সর্বাধিক জনপ্রিয় ই-স্কুটার। iQube ও iQube S ভ্যারিয়েন্ট দুটি সিঙ্গেল চার্জে প্রায় ১০০ কিমি পথ অতিক্রম করে। তবে iQube ST-র রেঞ্জ ১৪০ কিমি। এর সর্বোচ্চ গতি বেগ ৮২ কিমি/ঘন্টা। তবে বাকি দুই মডেলের ক্ষেত্রে তা ৭৮ কিমি/ঘন্টা। ৯৫ ওয়াট (বেস), ৬৫০ ওয়াট (এস) ও ১.৫ কিলোওয়াট (এসটি) চার্জারের সাথে এসেছে নতুন TVS iQube।