অসাধারণ স্টাইল ও ফিচার্সে ভর করে TVS Raider এর বিক্রি 3 লাখ মাইলস্টোন টপকাল

TVS Raider ভারতে ১২৫ সিসি কমিউটার সেগমেন্টে স্টাইলিংয়ের জন্য বিখ্যাত মোটরসাইকেল। ইতিমধ্যেই অসংখ্য ক্রেতার সমাদর পেয়েছে...
SUMAN 11 May 2023 1:45 PM IST

TVS Raider ভারতে ১২৫ সিসি কমিউটার সেগমেন্টে স্টাইলিংয়ের জন্য বিখ্যাত মোটরসাইকেল। ইতিমধ্যেই অসংখ্য ক্রেতার সমাদর পেয়েছে এটি। তার জেরে একের পর এক সাফল্যের মুখ দেখে চলেছে বাইকটি। এবারে সাফল্যের মুকুটে যোগ হল আরও এক নতুন পালক। ভারতে TVS Raider-এর বিক্রি ৩ লক্ষ পার‌ করল। মার্চ, ২০২৩ পর্যন্ত মোট ৩,১৬,১৩০ ভারতীয় গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে এটি।

১৬ সেপ্টেম্বর, ২০২১-এ এদেশে প্রথমবার লঞ্চ হয়েছিল টিভিএস রাইডার। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দিনদিন বেড়ে চলা জনপ্রিয়তায় ভর করে মাত্র ১৯ মাসের মধ্যেই নতুন মাইলফলক স্পর্শ করল বাইকটি। বেচাকেনার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে টু-হুইলারটি গড়ে ১৯,৯৪৮ ইউনিট বিক্রি হয়েছে। ১২৫ সিসি সেগমেন্টে যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

২০২২-২৩ অর্থবর্ষে টিভিএস মোট ৯,১০,৩৭৬ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছে বলে পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে। যার মধ্যে TVS Raider-এর অবদান ২৬%। এদিকে ভারতের বাজারে বাইকটির প্রতিপক্ষের তালিকাটিও বেশ লম্বা চওড়া। তা সত্ত্বেও নিজের বেচাকেনায় এতটুকু ভাটা পড়তে দেয়নি রাইডার। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে – Bajaj Pulsar 125, Honda SP 125, Pulsar NS 125, CB Shine, Hero Glamour ও Super Splendor।

TVS Raider : ডিজাইন ও ফিচার্স

১২৫ সিসির Raider-এর ডিজাইনে চমক আনতে দেওয়া হয়েছে পেশীবহুল ট্যাঙ্ক, আকর্ষণীয় হেডলাইট, নূন্যতম ডিজাইনের তেল ল্যাম্প এবং একটি স্প্লিট সিট। রাস্তা দিয়ে গেলে বাইকটির দিকে যে কোন মানুষের নজর পড়বে।

এতে মোনোশক সাসপেনশন রয়েছে। যা ১২৫ সিসি সেগমেন্টে Bajaj Pulsar NS125-এর পর এই প্রথম। গত বছর অক্টোবরে বাইকটি সেগমেন্টের প্রথম বৈশিষ্ট্য হিসাবে একটি টিএফটি ক্লাসটার, ভয়েস রিকগনিশন এবং একাধিক অ্যাডভান্স কানেক্টিভিটি টেক ফিচার সহ হাজির হয়েছিল।

Show Full Article
Next Story