চোখ ধাঁধানো লুকে TVS Raider এর Racing Edition মডেল লঞ্চ হল, বিশেষত্ব জেনে নিন

TVS তাদের জনপ্রিয় স্টাইলিশ কমিউটার বাইক Raider 125 এর একটি স্পেশাল এডিশন মডেল নিয়ে হাজির হল। কলম্বিয়ায় লঞ্চ হওয়া নয়া মডেলটির নাম রাখা হয়েছে TVS…

TVS তাদের জনপ্রিয় স্টাইলিশ কমিউটার বাইক Raider 125 এর একটি স্পেশাল এডিশন মডেল নিয়ে হাজির হল। কলম্বিয়ায় লঞ্চ হওয়া নয়া মডেলটির নাম রাখা হয়েছে TVS Raider Racing Special Edition। ভারতের বাজারে উপলব্ধ বাইকটির স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় স্পেশাল এডিশনে ডিজাইন ও মেকানিক্যাল আপগ্রেড লক্ষ্য করা যায়। এতে উন্নত এক্সটেরিয়র এবং নতুন কালার স্কিম যোগ করা হয়েছে।

TVS Raider Racing Special Edition লঞ্চ হল কলম্বিয়ায়

টিভিএস রাইডার রেসিং স্পেশাল এডিশনে হেডল্যাম্প কাউল, ফুয়েল ট্যাঙ্ক, ফেন্ডার-এর সামনের অংশ এবং ইঞ্জিন প্লাস্টিক গার্ড ধবধবে সাদা রঙ দ্বারা আবৃত। আবার ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশনে কালো রঙ করা হয়েছে। ফেন্ডারের পেছনের অংশ কালো এবং পেছনের সিট গ্রে কালারে শোভিত করা হয়েছে। ফলে ডুয়াল টোন কালারের অনুভূতি মিলবে। এছাড়া স্পোর্টি লুক দিতে মোটরসাইকেলটির সিক্স-স্পোক অ্যালয় হুইল রেড কালারে ফিনিশিং দেওয়া হয়েছে।

টিভিএস রাইডার রেসিং স্পেশাল এডিশনে Raider এর সুরক্ষা বাড়াতে দেওয়া হয়েছে ক্যালিপার প্রোটেক্টর এবং নাকেল গার্ড। আবার অফিশিয়াল ছবিতে ফোন হোল্ডারের দেখা মিলেছে। কলম্বিয়ার বাজারে বাইকটির মূল্য ৮১,১৯৯,৯৯৯ সিওপি ধার্য করা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫১ লক্ষ টাকা। এর ইঞ্জিন থেকে ১২.৫ বিএইচপি শক্তি এবং ১১.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে ফাইভ স্পিড ট্রান্সমিশন উপলব্ধ।

TVS Raider Racing Special Edition ইঞ্জিন

বাইকটির ভারতীয় মডেলে উপস্থিত একটি ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, থ্রি-ভাল্ভ, Fi, এয়ার কুল্ড ইঞ্জিন। যার আউটপুট কলম্বিয়ার বাজারে লঞ্চ হওয়া মডেলটির তুলনায় ১.৩ বিএইচপি এবং ০.৩ এনএম কম। বেশি মাইলেজ এবং দারুন হ্যান্ডলিংয়ের জন্য বাইকটির জনপ্রিয়তা বিদেশেও ছড়িয়ে পড়েছে। রেসিং স্পেশাল এডিশনে ফিচার হিসেবে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

ভারতের বাজারে TVS Raider 125 ড্রাম, সিঙ্গেল সিট, ডিস্ক এবং SmartXonnect ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর দাম ৯৩,৭৪১ টাকা থেকে শুরু করে ১.০৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। তবে রেসিং স্পেশাল এডিশনটি ভারতের বাজারে লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও বার্তা আসেনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন