TVS-এর এই স্কুটার কিনতে ভিড় উপচে পড়ছে, বিক্রিতে নতুন রেকর্ড, আপনি বুক করেছেন

নতুন মাস শুরু হতেই আগস্টের যানবাহন বেচাকেনা পরিসংখ্যান প্রকাশ করল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। যেখানে উল্লেখ রয়েছে, গেল মাসে তারা মোট ৩,৪৫,৮৪৮ ইউনিট…

নতুন মাস শুরু হতেই আগস্টের যানবাহন বেচাকেনা পরিসংখ্যান প্রকাশ করল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। যেখানে উল্লেখ রয়েছে, গেল মাসে তারা মোট ৩,৪৫,৮৪৮ ইউনিট যানবাহন বিক্রি করতে পেরেছে। এক বছর আগে ওই সময়ের তুলনায় এবারের বিক্রিতে ৪ শতাংশ আধিক্য দেখেছে সংস্থা। কোম্পানির টু-হুইলার বিক্রি হয়েছে ৩,৩২,১১০ ইউনিট। তুলনাস্বরূপ ২০২২-এর আগস্টে বেচাকেনার পরিমাণ ৩,১৫,৫৩৯ থাকায় এবারের বিক্রিতে ৫ শতাংশ উত্থান ঘটেছে। আবার TVS iQube এক মাসের বিক্রিতে রেকর্ড গড়েছে।

TVS-এর বিক্রি বাড়ল ৫%

এ বছর আগস্টে টিভিএস ২,৫৬,৬১৯ জন ভারতীয় ক্রেতার হাতে মোটরসাইকেল ও স্কুটারের চাবি তুলে দিতে পেরেছে। এক বছর আগে এর পরিমাণ ২,৩৯,৩২৫ থাকায় এবারে বেচাকেনায় বৃদ্ধি ঘটেছে ৭%। আবার শুধু মোটরসাইকেল বিক্রি হয়েছে ১,৫৩,০৪৭ ইউনিট। ফলে আগের বছরের ওই সময়ের (১,৫৭,১১৮ ইউনিট) তুলনায় ২.৫৯% পতন এসেছে বিক্রিবাটায়।

আগের বছর আগস্টে ১,২১,৮৬৬টি স্কুটার বিক্রির থেকে এ বছর বৃদ্ধি পেয়ে ১,৪২,৫০২ ইউনিট হওয়ায় শতকরা হার ১৭% বেড়েছে। কোম্পানির ইলেকট্রিক স্কুটার iQube আগস্টে বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে। আগের মাসে এটি মোট ২৩,৮৮৭ জন ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রি ৪,৪১৮ ইউনিট থাকায় এবারের বেচাকেনায় ৪৪০% অগ্রগতি দেখা গেছে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, iQube-এর বুকিং এসেই চলেছে।

রপ্তানি ৯৩,১১১ (জুলাই, ২০২২) থেকে হ্রাস পেয়ে ৮৭,৫১৫ (জুলাই, ২০২৩) হয়েছে। আবার টু-হুইলারের রপ্তানি ৭৬,২১৪ (জুলাই, ২০২২) ইউনিট থেকে কমে হয়েছে ৭৫,৪৯১ (জুলাই, ২০২৩) ইউনিট। এদিকে আগস্ট ২০২৩ -এ টিভিএস মোট ১৩,৭৩৮ জন থ্রি হুইলার গ্রাহকের সন্ধান পেয়েছে। যেখানে আগের বছর ওই সময়ে বিক্রির সংখ্যা ১৮,২৪৮ থাকায় বিক্রিবাটা ২৪.৭২ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন