TVS-এর প্রথম ক্রুজার বাইক নিয়ে প্রত্যাশা তুঙ্গে, ক'দিন পরেই লঞ্চ, দাম কত হবে জানেন

ভারতের বাজারে দেশীয় টু-হুইলার নির্মাতা টিভিএস মোটর (TVS Motor) দীর্ঘদিন ধরেই তাদের প্রথম ক্রুজার বাইক লঞ্চের জল্পনা...
SUMAN 30 Jun 2022 3:30 PM IST

ভারতের বাজারে দেশীয় টু-হুইলার নির্মাতা টিভিএস মোটর (TVS Motor) দীর্ঘদিন ধরেই তাদের প্রথম ক্রুজার বাইক লঞ্চের জল্পনা জিইয়ে রেখেছে। সংস্থার তরফে শুধু এটুকু জানানো হয়েছে যে, ৬ জুলাই তারা একটি নতুন মডেল লঞ্চ করবে। সূত্রের দাবি, সংস্থার সেই নয়া মডেলের নাম TVS Ronin। ইতিমধ্যেই বাইকটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। এটি আসলে ২০১৮-র অটো এক্সপো-তে প্রদর্শিত TVS Zeppelin পাওয়ার ক্রুজারের উপর ভিত্তি করে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। অর্থাৎ Zeppelin -এর প্রোডাকশন ভার্সন হচ্ছে Ronin। চলুন ক্রুজার বাইকটির সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

TVS Ronin ডিজাইন এবং স্টাইলিং

গত বছর ভারতের রাস্তায় টিভিএস-এর একটি রেট্রো ডিজাইনের মোটরসাইকেলের ট্রায়াল চলাকালীন চোখে পড়েছিল। যদিও পুরো বডি প্যানেলটি ক্যামোফ্লেজ দ্বারা মোড়ানো ছিল। সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবিতে বাইকটির গোলাকৃতি এলইডি হেডলাইট দেখা গিয়েছে। সাথে রয়েছে ইংরেজি ‘T’ অক্ষরের এলইডি ডিআরএল। অনুমান করা হচ্ছে এটি টিভিএস রনিন-এর ছবি।

TVS Ronin ফিচার্স

এতে যে এলইডি ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প থাকছে, তা নিশ্চিত। বাকি সবটাই অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে। এজাড়া ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি টেললাইট, অ্যালয় হুইল, ডুয়েল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক, ইউএসডি ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক ও আরও অন্যান্য বৈশিষ্ট্য-সহ আসবে টিভিএস-এর প্রথম ক্রুজার।

TVS Ronin পারফরম্যান্স

টিভিএস রনিন কেমন পাওয়ার উৎপন্ন করতে পারবে, এখনও পর্যন্ত সেই প্রসঙ্গে কোনও তথ্য খোলসা করেনি সংস্থা। তবে রিপোর্ট মারফত জানা গেছে, এটি একদম নতুন ২২৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত হতে পারে। যা থেকে ২০ পিএস শক্তি উৎপন্ন হবে। আরেক মহলের দাবি, এতে Apache RR 310-এ ব্যবহৃত ৩১২ সিসি ইঞ্জিন থাকবে। যা থেকে ৩৪ পিএস শক্তি পাওয়া যাবে।

TVS Ronin সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী

ভারতের বাজারে ৩০০ সিসি ইঞ্জিনের রেট্রো স্টাইলের মোটরসাইকেলগুলির সাথে টক্কর চলবে TVS Ronin-এর। প্রতিপক্ষদের তালিকায় রয়েছে Royal Enfield Classic 350, Honda CB350 H’ness, Benelli Imperiale ইত্যাদি। তবে যদি ছোট ইঞ্জিনের সাথে লঞ্চ করে তবে Bajaj Avenger Cruise এর সাথে প্রতিযোগিতা চলবে।

TVS Ronin আনুমানিক দাম

TVS Ronin -এর দাম কত হবে তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে এটি প্রিমিয়াম মডেল হিসেবে আসবে। যদি ২০০-২৫০ সিসির ইঞ্জিন সহ আসে তবে এর মূল্য হতে পারে ১.৫-২ লক্ষ টাকা। এদিকে ৩১২ সিসি ইঞ্জিন সমেত এলে দাম বেড়ে ২.৫ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।

Show Full Article
Next Story