TVS Ronin-এর দাম ১৪,০০০ টাকা কমার পাশাপাশি আজ এই মোটরসাইকেলের একটি নতুন এডিশন লঞ্চ হয়েছে ভারতে। নতুন মডেলটির নাম Ronin Festive Edition এবং এটি টপ-স্পেক ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি। বাইকটি নতুন মিডনাইট ব্লু কালার স্কিমে এসেছে, যা ফ্লুরোসেন্ট গ্রীন স্ট্রাইপের সাথে আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
স্ট্যান্ডার্ড মডেলের থেকে TVS Ronin Festive Edition-কে পৃথক করেছে আরও একটি ডিজাইন এলিমেন্ট, যা হল ব্ল্যাক-আউট ফ্লাই স্ক্রিন। এটি এলইডি হেডলাইটের উপরে অবস্থিত। ফ্লাই স্ক্রিনটি নান্দনিক আকর্ষণ বাড়ানোর পাশাপাশি উচ্চগতিতে চলার সময় হাওয়ার ধাক্কা কমিয়ে রাইডারকে সুরক্ষা প্রদান করবে।
ভিজ্যুয়াল আপগ্রেড ছাড়া TVS Ronin-এর ফেস্টিভ এডিশন অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই। পারফরম্যান্স প্রসঙ্গে আসলে, বাইকটির ২২৫,৯ সিসির এয়ার, অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সর্বাধিক ২০.১ হর্সপাওয়ার ও ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে মিলবে ফাইভ স্পিড গিয়ারবক্স।
TVS Ronin অত্যন্ত ফিচার্স সমৃদ্ধ এবং ফেস্টিভ এডিশনেও তার অন্যথা হয়নি। ফুল-এলইডি লাইট, অ্যাডজাস্টেবল লিভার, ইউএসবি চার্জার, স্মার্টফোন কানেক্টিভিটি সহ সিঙ্গেল-পড এলসিডি ডিসপ্লে, ডুয়াল ও সিঙ্গেল চ্যানের এবিএস অপশন, এবং এবিএস মোড (আরবান এবং রেইন) পাবেন এতে। সবশেষে, Ronin Festive Edition-এর দাম রাখা হয়েছে ১.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।