TVS Ronin: পরশুদিন লঞ্চের আগে টিভিএস-এর প্রথম রেট্রো বাইকের ছবি ফাঁস, এমন ডিজাইনের মডেল সংস্থা আগে আনেনি

ভারতে ৬ জুলাই অর্থাৎ পরশুদিন লঞ্চ হবে TVS Ronin। অবাক করে লঞ্চের ঠিক দু’দিন আগেই বাইকটির ছবি ফাঁস হয়ে গেল। যা দেখে...
SUMAN 4 July 2022 12:42 PM IST

ভারতে ৬ জুলাই অর্থাৎ পরশুদিন লঞ্চ হবে TVS Ronin। অবাক করে লঞ্চের ঠিক দু’দিন আগেই বাইকটির ছবি ফাঁস হয়ে গেল। যা দেখে বাইকটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে ধারনা পাওয়া গিয়েছে। Ronin একটি ক্রুজার মডেল হওয়ার জল্পনা শোনা গেলেও, আদতে এটি একটি স্ক্র্যাম্বলার গোত্রের বাইক। আর এটিই সংস্থার প্রথম মডেল যাতে রেট্রো ডিজাইন রয়েছে। যার গোলাকৃতি হেডল্যাম্পের ছবি আগেই প্রকাশ হয়েছিল। এতে ‘T’ আকৃতির এলইডি ডিআরএল থাকছে। ২২৫ সিসির ইঞ্জিনের সাথে আসবে বলে জোরালো দাবি করা হয়েছে। TVS Ronin সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এবার।

সংস্থার প্রথম স্ক্র্যাম্বলার ডিজাইনের বাইক হিসেবে আসছে TVS Ronin। গোলাকার হেডল্যাম্পের সাথে কম্প্যাক্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, সিঙ্গেল পিস স্যাডেল, এবং একটি সাইড স্লাঙ্গ এগজস্টের দেখা মিলবে। ছবিতে দেখা গিয়েছে এতে সম্পূর্ণ এলইডি লাইটিং রয়েছে। এতে নিও-ক্লাসিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। উপরন্তু ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে সংস্থার আধুনিক SmartXonnect ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা মিলবে।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, Ronin একটি এয়ার এবং অয়েল কুল্ড ইঞ্জিন সহ হাজির হবে। এছাড়া বাইকটির সম্পর্কে বিশেষ কোন তথ্য জানা না গেলেও, এক রিপোর্টে দাবি করা হয়েছে ২২৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে এটি। যার সম্ভাব্য আউটপুট ২০ বিএইচপি এবং ২০ এনএম। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকতে পারে ৫-স্পিড গিয়ার বক্স। রাস্তায় চলাকালীন নজর টানতে বাইকটির সামনে সোনালী রঙের ইউএসডি ফ্রন্ট ফর্ক বর্তমান। পেছনে আছে মনোশক সাসপেনশন।

আবার, এলইডি টার্ন ইন্ডিকেটর, অ্যালয় হুইল, চওড়া টায়ারের দেখা মিলেছে। আশা করা হচ্ছে, এতে ডুয়েল এবিএস অফার করা হবে। অ্যালয় হুইলের সাথে যুক্ত রূপালী রঙের স্পোক। বাজারে লঞ্চের পর KTM 250 সিরিজ, Husqvarna 250 সিরিজ এবং Pulsar 250 সিরিজের সাথে টক্কর চলবে। TVS Ronin -এর দাম ১.২৫-১.৩০ লক্ষ টাকা রাখা হতে পারে বলে অনুমান।

Show Full Article
Next Story