হইচই ফেলতে আসছে নতুন অ্যাপাচি RTR, টিজার প্রকাশ করে উদ্দীপনা বাড়াল TVS

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) ভারতে তাদের মোটরসাইকেলের লাইনআপ আরও বলিষ্ঠ করার কাজ চালিয়ে যাচ্ছে। এবার মে...
SUMAN 17 May 2024 3:33 PM IST

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) ভারতে তাদের মোটরসাইকেলের লাইনআপ আরও বলিষ্ঠ করার কাজ চালিয়ে যাচ্ছে। এবার মে মাসের মাঝামাঝিতে এসে এক নতুন বাইকের টিজার ভিডিও প্রকাশ করল কোম্পানি। যদিও আসন্ন মডেলটির বিশদ তথ্য রহস্যাবৃত রাখা হয়েছে। একটি ছোট ভিডিও ক্লিপে আসন্ন বাইকটির ট্যাঙ্কের ছবি দেখানো হয়েছে, সেখানে রয়েছে TVS এর লোগো। ভিডিও দেখে অনুমান করা হচ্ছে, বাইকটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে।

TVS ভারতে আনছে নতুন মোটরসাইকেল

ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “ব্লেজ-কে উপভোগ করার জন্য প্রস্তুত হন।” সেখানে এও উল্লেখ করা হয়, “কারিগরি দিক থেকে শক্তিশালী কিছু একটা আসছে। আপনি কি তার জন্য প্রস্তুত রয়েছেন?” এটি হতে পারে Apache RTR পরিবারের নতুন সদস্য। যদিও বিশদে এখনই কিছু বলা সম্ভব নয়। জল্পনা শোনা যাচ্ছে, RTR-এর কোন নতুন স্পেশাল এডিশন বা ভ্যারিয়েন্ট হতে পারে এটি। আবার RTR 310-এর আপডেট ভার্সন'ও হতে পারে।

প্রসঙ্গত, TVS Apache RTR 310 হচ্ছে ভারতে সংস্থার সর্বশেষ সংযোজন। ২০২৩-এর সেপ্টেম্বরে প্রথম লঞ্চ হয়েছিল এই বাইক। মডেলটির বর্তমান দাম ২.৪৩ লাখ টাকা (এক্স-শোরুম)। সামনে টুইন হেড ল্যাম্পের সাথে স্পোর্টি ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এতে।

TVS Apache RTR 310-তে ঠাসা ফিচার্স রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য একটি ৫-ইঞ্চি টিএফটি ডিসপ্লে, কর্নারিং এবিএস, হুইলি কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল, স্লোপ ডিপেনডেন্ট কন্ট্রোল ইত্যাদি। এই সমস্ত বৈশিষ্ট্য আসন্ন মডেলেও দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারণ এটিও একটি স্পোর্টস বাইক।

Show Full Article
Next Story