TVS New Electric Scooter

বাজার কাঁপাতে ইলেকট্রিক জুপিটার আনছে টিভিএস, লঞ্চ কবে জেনে নিন

TVS New Electric Scooter Launch Soon - টিভিএস ভারতে দুই নতুন দুই চাকার বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে। আগামী ৬ মাসের মধ্যে বাজারে আগমন ঘটবে মডেলগুলির। জুপিটার স্কুটার ও এক্সএল মোপেডের ইভি সংস্করণ আনতে পারে সংস্থা।

Shankha Shuvro 2 Nov 2024 1:28 PM IST

সেপ্টেম্বর মাসটা অপ্রত্যাশিত ছিল টিভিএস মোটর কোম্পানির কাছে। বৈদ্যুতিক দু'চাকা গাড়ির বাজারে হোসুরের সংস্থাটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বাজাজ অটো। তবে উৎসবের মরসুমে এই অঘটনের ধাক্কা সামলে নিয়েছে টিভিএস। গত মাসে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় স্থানে জায়গা আরও পোক্ত করেছে তারা। অক্টোবরে বাজাজের থেকে ১,৭০২ ইউনিট বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে তাদের। ফলস্বরূপ, পুনরুদ্ধার হয়েছে হারানো স্থান। কিন্তু প্রতিযোগিতা যে হারে বাড়ছে তাতে আসন টলোমলো হওয়া রুখতে নতুন মডেলের হাত ধরেই ইভি টু-হুইলার মার্কেটে 'কিংমেকার' হওয়ার লক্ষ্য রাখছে টিভিএস।

টিভিএস আনছে দুই নতুন ইলেকট্রিক টু-হুইলার

টিভিএস আগামী ৬ মাসের মধ্যে দেশীয় বাজারে দুই নতুন বৈদ্যুতিক দুই চাকা গাড়ি লঞ্চের পরিকল্পনা করছে। যার মধ্যে একটি চলতি বছর শোরুমে চলে আসবে এবং দ্বিতীয় মডেলটি ২০২৫ সালের মার্চে বাজারে নামবে। সূত্রের দাবি, বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে টিভিএস মোটর কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বাজার দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে ব্যবসায়িক রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন। নতুন পণ্যের উপর জোর দিয়ে ক্রেতাদের মন জেতার লক্ষ্য রাখছে সংস্থা।

চলতি অর্থবর্ষের প্রথমার্ধ, অর্থাৎ ২০২৪ সালে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট ১.২৭ লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে টিভিএস। মুনাফার অঙ্ক পৌঁছেছে প্রায় ১,৬০০ কোটিতে। এই আবহে এল সংস্থার একজোড়া নতুন বৈদ্যুতিক মডেলের আগমনের খবর। তবে সেগুলির দাম বা ফিচার্স সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ হয়নি। এমনকি স্কুটার না বাইক সেটাও এই মুহূর্তে অস্পষ্ট। নেটদুনিয়ায় অবশ্য কান পাতলে অবশ্য বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। জুপিটার স্কুটার এবং এক্সএল মোপেড - এই জনপ্রিয় দুই মডেলের বৈদ্যুতিক সংস্করণ আসতে চলেছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

জুপিটার এবং এক্সএল নিঃসন্দেহে টিভিএস মোটর কোম্পানির সফলতম দুই মডেল। জন্মলগ্ন থেকে লক্ষ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এমনকি এক্সএল ইভি ও ই-এক্সএল নাম দুটির ট্রেডমার্ক বা স্বত্ব হাতে পেতে আবেদন করেছে তারা। আবার, গত বছর এক্সএল ইলেকট্রিকের ডিজাইন ফাঁস হয়েছিল। সেই ছবিতে, একটি টিভিএসের মোপেডটির ফ্রেমের নীচের অংশে একটি ছোট মোটর ও ব্যাটারি প্যাক দেখা গিয়েছিল। চেইন ড্রাইভের মাধ্যমে শক্তি পিছনের চাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল সেখানে।

টিভিএস এক্সএল বর্তমানে ভারতের সবথেকে সস্তা পেট্রল চালিত টু-হুইলার। খেটে খাওয়া মানুষদের উপাজর্নের অন্যতম ভরসা তথা কম খরচে তাদের যাতায়াতের মাধ্যম। অন্যদিকে, জুপিটার কোম্পানির সর্বাধিক বিক্রিত স্কুটার তথা বেস্ট সেলিং দুই চাকা। ফলে এদের ইলেকট্রিক ভার্সন আনলে প্রচারে বেশি পরিশ্রম করতে হবে না। একইসাথে, ক্রেতাদের ভরসা জেতার জন্য বেশি কসরতের প্রয়োজন পড়বে না। এই সমস্ত কারণেই আমাদের বিশ্বাস, সামনের বছর মার্চের মধ্যে জুপিটার ও এক্সএল বৈদ্যুতিক অবতারে বাজারে আসবে।

সূত্র থেকে পাওয়া আরেকটি উল্লেখযোগ্য খবর হল, ইলেকট্রিক মোটরসাইকেল নিয়েও কাজ শুরু করেছে টিভিএস। কম দামে লঞ্চ হতে পারে এটি। তবে সবকিছু প্রাথমিক স্তরে রয়েছে। বাজারে আসতে এখনও দেরি। টিভিএস বর্তমানে ভারতে আইকিউব ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে। এটি পাঁচটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। গত বছর দুবাইয়ে সংস্থা তাদের ফ্ল্যাগশিপ ই-স্কুটার 'এক্স' লঞ্চ করেছিল। যার দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু কিছু সমস্যার কারণে ডেলিভারি চালু করে উঠতে পারেনি টিভিএস।

Show Full Article
Next Story