TVS X Electric Scooter

ডিজাইন দেখলে প্রেমে পড়বেন, এনটর্কের সৌন্দর্যকেও ছাপিয়ে যাবে টিভিএসের নয়া স্কুটার!

সংস্থার এক কর্মকর্তা দাবি করেছেন, ইতিমধ্যে এই মডেলের বেশ কিছু স্কুটার টেস্ট রাইডের জন্য উপলব্ধ। শীঘ্রই শুরু হবে বিক্রি।

Suvrodeep Chakraborty 13 Dec 2024 2:27 PM IST

বিক্রি শুরু হতে চলেছে TVS X ইলেকট্রিক স্কুটারের। এদিন নিশ্চিত করল সংস্থা। এই মুহূর্তে টিভিএস-এর ওয়েবসাইটে দুটি ইলেকট্রিক স্কুটার লিস্ট করা হয়েছে - iQube এবং X। এর মধ্যে দ্বিতীয় স্কুটারটি এখনও রাস্তায় দেখা যায়নি। ২০২৩ সালের অগাস্টে লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক টু হুইলার। এবার সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, শীঘ্রই এই স্পোর্টি ইলেকট্রিক স্কুটারের বিক্রি আরম্ভ করা হবে।

MotoSoul ২০২৪-এ TVS-এর মুখপাত্র জানিয়েছেন, যে খুব তাড়াতাড়ি লাইমলাইটে আসতে চলেছে X। আগামী কয়েক দিনের মধ্যে বিক্রি শুরু হবে। বেঙ্গালুরুতে গ্রাহকদের জন্য ডেলিভারিগুলি পর্যায়ক্রমে শুরু করা হবে। স্কুটারের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে টিভিএস।

প্রথম পাওয়া যাবে বেঙ্গালুরুতে

একমাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে TVS X। ইলেকট্রিক স্কুটারের দাম ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। লঞ্চের সময়, TVS X ছিল ভারতে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ইলেকট্রিক স্কুটার। কিন্তু আগস্ট, ২০১৩ থেকে BMW Motorrad দেশে দুটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এগুলি হল CE 04 এবং CE 02। এর মধ্যে দ্বিতীয়টি ভারতে অ্যাসেম্বেল করা হবে এবং TVS X এর উপর ভিত্তি করে বানানো হবে।

যদিও সংস্থার মুখপাত্র X-এর জন্য প্রাপ্ত সঠিক বুকিংগুলি প্রকাশ করেননি। তবে তিনি উল্লেখ করেছেন, যে ইতিমধ্যে যে বুকিং এসেছে সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আগামী দুই মাসের মধ্যে ডেলিভারি করা হবে। বেঙ্গালুরুর পর, দিল্লি, মুম্বাই, পুনে, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাই এবং কোয়েম্বাটুরে শুরু হবে স্কুটারের বুকিং।

স্কুটারের ফিচার্স ও স্পেকস

এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ১৩০ কিলোমিটার। রয়েছে ৪.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। স্কুটারটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৩ ঘণ্টা ৪০ মিনিট। তবে ৩ কিলোওয়াট আওয়ার শক্তির ফাস্ট চার্জার ব্যবহার করলে ১ ঘণ্টায় ০ থেকে ৫০ শতাংশ চার্জ করা যাবে। ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি ১০৫ কিমি প্রতি ঘণ্টা। এটির পোর্টেবল চার্জারের দাম ১৬,২৭৫ টাকা।

Show Full Article
Next Story