দেখতে দুর্ধর্ষ, ফুল চার্জে 200 কিমি মাইলেজ, দেশের সেরা বৈদ্যুতিক স্কুটারের নাম জানতেন

অধুনা ভারতে ইলেকট্রিক স্কুটারের প্রতি মানুষের কৌতুহল বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে তাই বিক্রির পরিমাণ। এদিকে আরও...
SUMAN 31 Aug 2023 8:31 PM IST

অধুনা ভারতে ইলেকট্রিক স্কুটারের প্রতি মানুষের কৌতুহল বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে তাই বিক্রির পরিমাণ। এদিকে আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে পরিবেশবান্ধব ও জ্বালানির খরচ সাশ্রয়কারী স্কুটারেও আজকাল প্রিমিয়াম ফিচার দেওয়া হচ্ছে। আবার গতিতেও এদের জুড়ি মেলা ভার। এমন বৈদ্যুতিক স্কুটারের সংখ্যা বাজারে দিনকে দিন বেড়েই চলেছে। যেগুলি আইসিই মডেলের সাথেও টক্কর নিয়ে ডরায় না। এই প্রতিবেদনে সেরা পাঁচটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের তালিকা তুলে ধরা হল।

TVS X

টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি তাদের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার TVS X লঞ্চ করেছে। যার দাম ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা একটি ৩ কিলোওয়াট ফাস্ট চার্জার দ্বারা ০-৫০% চার্জ হতে ৫০ মিনিট সময় নেবে। ১০৫ কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটির রেঞ্জ ১৪০ কিলোমিটার। এর আউটপুট ১৪.৭ এইচপি এবং ৪০ এনএম।

Okinawa Okhi 90

ওকিনাওয়া অটোটেক এ বছর Okhi 90 ই-স্কুটার লঞ্চ করেছে। প্রিমিয়াম ফিচার দ্বারা সজ্জিত ইলেকট্রিক স্কুটারটির বর্তমান বাজার মূল্য ১.৮৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে এটি ভারতের সর্বাধিক দামি বৈদ্যুতিক স্কুটারের তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে। সম্পূর্ণ চার্জে এটি ১৬০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে এবং টপ স্পিড ৯০ কিমি/ঘন্টা। এতে উপস্থিত একটি ৩.৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ৩.৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর।

Simple One

বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি এ বছর তাদের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার Simple One লঞ্চ করেছে। এর দাম ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এতে রয়েছে একটি ৫ কিলোওয়াট সোয়াপেবেল ব্যাটারি। ফুল চার্জে ২১২ কিলোমিটার পথ ছুটতে সক্ষম এটি। যে কারণে এটি দেশের মধ্যে সর্বাধিক রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের খেতাব জিতে নিয়েছে। এতে উপস্থিত একটি ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যা থেকে ৭২ এনএম টর্ক উৎপন্ন হয়।

Ather 450X Gen 3

এথার এনার্জি জুলাইয়ে তাদের তৃতীয় প্রজন্মের 450X ভারতের বাজারে হাজির করেছে। এর মূল্য ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) নির্ধারণ করেছে কোম্পানি। এগিয়ে চলার শক্তি জোগাতে রয়েছে একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ দেয়। এর টপ স্পিড ৯০ কিমি/ঘন্টা।

Secong-Gen Ola S1 Pro

ওলা ইলেকট্রিক সম্প্রতি ৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক সমেত তাদের দ্বিতীয় প্রজন্মের Ola S1 Pro লঞ্চ করেছে। যা পুরোপুরি চার্জ থাকলে ১৯৫ কিলোমিটার পর্যন্ত পথ ছোটার সক্ষমতা দেয়। এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার। আবার ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ২.৬ সেকেন্ড সময় নেয়। মডেলটির দাম ১.৪৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) রেখেছে কোম্পানি।

Show Full Article
Next Story