এক চার্জেই ঘুরে আসা যাবে শান্তিনিকেতন, এই দুর্ধর্ষ ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু হল
গত বছর নভেম্বরে ভারতের ইলেকট্রিক মোটরসাইকেলের দুনিয়ায় চিরাচরিত ধারণা বদলে লঞ্চ হয়েছিল Ultraviolette F77। এবারে এই...গত বছর নভেম্বরে ভারতের ইলেকট্রিক মোটরসাইকেলের দুনিয়ায় চিরাচরিত ধারণা বদলে লঞ্চ হয়েছিল Ultraviolette F77। এবারে এই পারফরম্যান্স ই-বাইকটির চাবি ক্রেতাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল আল্ট্রাভায়োলেট (Ultraviolette)। উল্লেখ্য মোটরসাইকেলটি তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – F77 Recon, F77 (Original) এবং F77 Limited Edition। এদের দাম যথাক্রমে ৪.৫৫ লক্ষ টাকা, ৩.৮০ লক্ষ টাকা ও ৫.৫০ লক্ষ টাকা।
ভারতের প্রথম পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেলটি সংস্থার বেঙ্গালুরুর কারখানায় তৈরি হয়েছে। এখান থেকেই ক্রেতাদের ডেলিভারি দেওয়া হচ্ছে। এদিকে অদূর ভবিষ্যতে সমগ্র ভারতে নিজেদের নেটওয়ার্ক স্থাপনের ইচ্ছার কথা ঘোষণা করেছে আল্ট্রাভায়োলেট।
মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনা
বিনিয়োগের জন্য তারা ১২ কোটি ডলার বা প্রায় ৯৯২ কোটি অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে। এই অর্থ সংস্থার বিশ্ববাজারে ব্যবসার সম্প্রসারণ এবং নতুন ভেহিকেলের প্ল্যাটফর্ম উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ইতিমধ্যেই তারা ৫.৫০ কোটি ডলার বা প্রায় ৪৫৪ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে। তাদের বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ইউরোপের EXOR Capital, আমেরিকার Qualcomm Ventures, TVS Motor Company, Zoho Corp, Gofrugal Technologies এবং Speciale Invest।
Ultraviolette F77 স্পেসিফিকেশন
আল্ট্রাভায়োলেট এফ৭৭-এর লিমিটেড এডিশনে রয়েছে একটি ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এর ইলেকট্রিক মোটরটি থেকে ৪০.৫ বিএইচপি শক্তি এবং ১০০ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরসাইকেলটির ভারতীয় মডেল থেকে সিঙ্গেল চার্জে ৩০৭ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করেছে সংস্থা।
Ultraviolette F77 টপ-স্পিড
এফ৭৭-এ স্পেশাল এডিশনে উপলব্ধ তিনটি রাইডিং মোড – গ্লাইড, কমব্যাট এবং ব্যালিস্টিক। ০ থেকে ৭ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ৩ সেকেন্ডে এবং ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ৭.৮ সেকেন্ডে তুলতে সক্ষম এটি। মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ১৫২ কিমি/ঘন্টা। যা অনেক আইসিই মডেলের ক্ষেত্রেও পাওয়া যায় না।
Ultraviolette F77 Recon স্পেসিফিকেশন
F77 Recon মডেলটির ইলেকট্রিক মোটর থেকে ৩৮.৮ বিএইচপি শক্তি এবং ৯৫ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.১ সেকেন্ডে এবং ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৮ সেকেন্ডে তুলবে। এই ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪৭ কিলোমিটার।
Ultraviolette F77 Original স্পেসিফিকেশন
আবার Ultraviolette F77-এর অরিজিনাল মডেলে দেওয়া হয়েছে ৭.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এর মোটরের আউটপুট ৩৬.২ বিএইচপি এবং ৮৫ এনএম । রেঞ্জ ২০৬ কিমি এবং টপ স্পিড ১৪০ কিমি/ঘন্টা। এটি ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৪ সেকেন্ডে এবং ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৮.৩ সেকেন্ডে তুলতে পারবে।