এক চার্জে 307 কিমি যায়! দেশের সর্বাধুনিক ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু হয়ে গেল

বেঙ্গালুরুর ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা আলট্রাভায়োলেট (Ultraviolette) তাদের F77 স্পোর্টস বাইকের লিমিটেড এডিশন মডেলের...
SUMAN 19 April 2023 7:09 PM IST

বেঙ্গালুরুর ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা আলট্রাভায়োলেট (Ultraviolette) তাদের F77 স্পোর্টস বাইকের লিমিটেড এডিশন মডেলের ডেলিভারি শুরুর কথা ঘোষণা করল। বাইকটির টপ এন্ড মডেলটির মাত্র ৭৭ ইউনিট তৈরি করেছিল সংস্থা। যার প্রতিটি মডেল বিক্রি হয়ে যায়। নভেম্বর, ২০২২-এ মোটরসাইকেলটির বুকিং গ্রহণ শুরু করেছিল কোম্পানি।

Ultraviolette F77-এর লিমিটেড এডিশনের ডেলিভারি শুরু হল

লিমিটেড এডিশন মোটরসাইকেলটির প্রতিটি ইউনিট বিক্রি হয়ে যাওয়ার ফলে বর্তমানে আল্ট্রাভায়োলেট তাদের F77 Original ও F77 Recon-এর বুকিং গ্রহণ করছে। এই মডেল দুটির মূল্য যথাক্রমে ৩.৮০ লক্ষ টাকা ও ৪.৫৫ লক্ষ টাকা। বৈদ্যুতিক বাইকটির এই ভ্যারিয়েন্ট দুটি তিনটি পেইন্ট থিমে বেছে নেওয়া যায় – সুপারসনিক সিলভার, স্টিল্থ গ্রে এবং প্লাজমা রেড।

Ultraviolette F77 ব্যাটারি, মোটর ও রেঞ্জ

এফ৭৭-এর বেস মডেলটিতে রয়েছে একটি ২৭ কিলোওয়াট মোটর, যাকে শক্তি জোগায় একটি ৭.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪০ কিলোমিটার এবং সম্পূর্ণ চার্জে ২০৬ কিলোমিটার রাস্তা চলতে সক্ষম বলে দাবি সংস্থার। এদিকে রেকন ভ্যারিয়েন্টটি একটি ২৯ কিলোওয়াট মোটর এবং একটি ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত এসেছে। ফুল চার্জে এটি ৩০৭ কিমি (পরীক্ষিত) রেঞ্জ প্রদান করে। ভ্যারিয়েন্টটির টপ-স্পিড ১৪৭ কিমি/ঘন্টা।

Ultraviolette Hangar-এর উদ্বোধন

এদিকে সংস্থাটি তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের কথা ঘোষণা করেছে। যার নাম – আল্ট্রাভায়োলেট হ্যাঙ্গার (Ultraviolette Hangar)। বেঙ্গালুরুতে ১০,০০০ স্কোয়ার ফুট অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছে এই আউটলেটটি। F77 চালানোর বাস্তবের ন্যায় অভিজ্ঞতা দিতে এখানে রয়েছে ফ্লাইট সিমুলেটর টেকনোলজি। এছাড়া এই এক্সপেরিয়েন্স সেন্টারে উপস্থিত ইনটারেক্টিভ ডিসপ্লে, ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি জোন।

আল্ট্রাভায়োলেট হ্যাঙ্গার, পারফরম্যান্স গিয়ার, অ্যাক্সেসরিজ এবং ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ অফার করে। এটি লঞ্চের প্রসঙ্গে সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও বলেন, “কোম্পানির পরবর্তী পর্যায়ে উন্নতির ক্ষেত্রে এটি হল প্রথম পদক্ষেপ। বর্তমানে ভারতে আরও ১৫টি আউটলেট খোলার কাজ চলছে।”

Show Full Article
Next Story